আচার্য প্রফুল্লচন্দ্র রায় - দিলীপ কুমার পাত্র
আঠাৱোশ একষট্টিতে ভূমিষ্ঠ বঙ্গদেশে পড়াশোনা করলেন শুরু কলকাতাতে এসে। প্রত্যেক পরীক্ষায় হলেন প্রথম হরিশচন্দ্রের জন্য বিজ্ঞা…
আচার্য প্রফুল্লচন্দ্র রায় -
দিলীপ কুমার পাত্র
আঠাৱোশ একষট্টিতে
ভূমিষ্ঠ বঙ্গদেশে
পড়াশোনা করলেন শুরু
কলকাতাতে এসে।
প্রত্যেক পরীক্ষায় হলেন প্রথম
হরিশচন্দ্রের জন্য
বিজ্ঞানীদের মধ্যে তিনিই
হলেন স্বনামধন্য।
পেলেন উৎসাহ উদ্দীপনা
জগদীশকে দেখে
উপাধি পেলেন ডি.এস.সি.
এডিনবরা থেকে।
রসায়নের মধ্যে তাঁর
চলে আনাগোনা
প্রেসিডেন্সিতে পড়াশুনা
তাতেই অধ্যাপনা।
হাড় পুড়িয়ে ক্যালসিয়াম ফসফেট
তাঁরই জয়জয়কার
মারকিউরাস নাইট্রেট যৌগ
এটাও আবিষ্কার।
বেঙ্গল কেমিক্যাল গড়লেন
আমাদেরই বাংলায়
সস্তায় ঔষধ পেয়ে সবাই
অনটন কে সামলায়।
তাঁর মতো বরেণ্য বিজ্ঞানী
আসুক যুগে যুগে
তাঁর আবিষ্কার বিশ্ববাসীর
থাকুক মুখে মুখে।
লহ প্রণাম
ReplyDelete