পটাশপুরের পানিনালা খাল সংস্কারের দাবীতে এগরা-বাজকুল রাস্তার পালপাড়ায় ৫ ঘন্টা পথ অবরোধ জেলা শাসকের অনুরোধে অবরোধ প্রত্যাহার আগামীকাল জেলা শাসক দপ্তরে খাল সংস্কারের বিষয়ে বৈঠক। দীর্ঘ ৪০ বছর ধরে পালপাড়া,গোনাড়া,চিস্তিপুরভেড়ির…
পটাশপুরের পানিনালা খাল সংস্কারের দাবীতে এগরা-বাজকুল রাস্তার পালপাড়ায় ৫ ঘন্টা পথ অবরোধ
জেলা শাসকের অনুরোধে অবরোধ প্রত্যাহার আগামীকাল জেলা শাসক দপ্তরে খাল সংস্কারের বিষয়ে বৈঠক।
দীর্ঘ ৪০ বছর ধরে পালপাড়া,গোনাড়া,চিস্তিপুরভেড়ির ১৪ টি গ্রাম বন্যার জলে প্লাবিত হয় প্রতিবছর। আমন ধান কোন বছরই ঘরে তুলতে পারেনা কৃষকেরা। প্রায় ৪০ হাজার মানুষের পেটের ভাত ৪ হাজার একর জমির উপর নির্ভর করে আছে। বিভিন্ন প্রশাসনিক দপ্তরে বারবার দাবি জানানো সত্ত্বেও প্রশাসনের কোন টনক নড়েনি। অবৈধভাবে মাছের ভেড়ি করে রেখেছে স্থানীয় কয়েকজন এলাকাবাসী রাজনৈতিক মদতে। তিনটি জায়গায় বাঁধ দিয়ে খালকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙ্গন প্রতিরোধ কমিটির শাখা কমিটি হিসাবে পানিনালা খাল সংস্কার কমিটি গঠন করে আন্দোলন চালাচ্ছে। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে আজ সকাল ৭ টা থেকে এগরা-বাজকুল রাস্তায় পালপাড়া কলেজের নিকট জোড়া কালী মন্দির প্রাঙ্গণে পথ অবরোধের কর্মসূচিতে সামিল হন।অবরোধে নেতৃত্ব দেন কমিটির সভাপতি পরেশ আদক,যুগ্ম সম্পাদক প্রদীপ জানা ও উপদেষ্টা সুর্যেন্দু বিকাশ পাত্র প্রমুখ। অবরোধকারীদের দাবি অবিলম্বে পানিনালা খাল পূর্ণ সংস্কার করতে হবে। এখনো যে মাথা ছুঁইচই জল রয়েছে মাঠে,সেই জল বের করার ব্যবস্থা করতে হবে। বোরো চাষের জন্য কোন অসুবিধা না হয়, তার ব্যবস্থা করতে হবে। সহস্রাধিক মানুষ পথ অবরোধে সামিল হন। সাড়ে ১২ টা পর্যন্ত সাড়ে পাঁচ ঘন্টা অবরোধ চলে। পুলিশ প্রশাসন অবরোধস্থলে উপস্থিত হয়। পটাশপুরের জয়েন্ট বিডিও রিনা পাত্র,ও সি রঞ্জিত বিশ্বাসের উপস্থিতিতে আলোচনা হয়। জেলা শাসক ফোনে আগামীকাল ডি এম অফিসে বারোটার সময় "পানিনালা খাল সংস্কার কমিটির" নেতৃবৃন্দকে খাল সংস্কারের বিষয়ে মিটিং এ আহ্বান করেন। এবং আশ্বাস দেন আগামী সাত দিনের মধ্যে এ সমস্যার সমাধানে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
পানিনালা খাল সংস্কার কমিটির যুগ্ম সম্পাদক প্রদীপ জানা বলেন,আগামীকালকের আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। খাল সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
No comments