মেচেদায় হাইরোডে ওঠা-নামার জন্য ভগ্ন সিঁড়িটি অবিলম্বে মেরামতির দাবিতে ডেপুটেশন
মেচেদায় হাইরোডে কলকাতা যাওয়ার দিকে বাসস্ট্যান্ডে ওঠার সিঁড়িটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। ছোটখাটো দুর্ঘটনা মাঝে মধ্যে লেগেই রয়েছে। বয়স্কদের উ…
মেচেদায় হাইরোডে ওঠা-নামার জন্য ভগ্ন সিঁড়িটি অবিলম্বে মেরামতির দাবিতে ডেপুটেশন
মেচেদায় হাইরোডে কলকাতা যাওয়ার দিকে বাসস্ট্যান্ডে ওঠার সিঁড়িটি দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় রয়েছে। ছোটখাটো দুর্ঘটনা মাঝে মধ্যে লেগেই রয়েছে। বয়স্কদের উঠা-নামা খুবই কষ্টকর। রাতের অন্ধকারে কোন আলোর ব্যবস্থা নেই। মহিলা,পুরুষদের কোন শৌচাগার নাই। ওই ভগ্ন সিঁড়িটি দ্রুত মেরামত, দু ধারে রেলিং দেওয়া, আলো এবং শৌচাগারের ব্যবস্থার দাবিতে নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে মেছেদা হাইরোড জোনাল অফিসে পাঁচ শতাধিক গনস্বাক্ষর স্মারকলিপি সম্বলিত ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন অজিত মাইতি, স্বপন দাস, হেয়াতুল হোসেন,স্বপন মন্ডল।
ন্যাশনাল হাইওয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসার জানিয়েছেন তারা অতি সত্বর উপযুক্ত পদক্ষেপ নেবেন।
No comments