বিজেপি থেকে বহিস্কারের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের ঝান্ডা হাতে নিলো দুই বিজেপি নেতা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে, বিজেপির অস্বস্তি ক্রমেই প্রাকাশ্যে আসছে। বিধানসভা নির্ভচনের আগে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রব…
বিজেপি থেকে বহিস্কারের ২৪ ঘন্টার মধ্যে তৃণমূলের ঝান্ডা হাতে নিলো দুই বিজেপি নেতা
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর খাসতালুকে, বিজেপির অস্বস্তি ক্রমেই প্রাকাশ্যে আসছে। বিধানসভা নির্ভচনের আগে গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব প্রবল হচ্ছে।
তারই প্রতিফলন হিসেবে শনিবার বিকালে এগরা ১ ব্লকের পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকজন বিজেপি নেতৃত্ব তৃণমূলে যোগদান করলো। গতকাল পাঁচরোল গ্রাম পঞ্চায়েতের ধুশুরদা গ্রামের বিজেপির পঞ্চায়েত সদস্য তথা পঞ্চায়েতের বিরোধী দলনেতা রাজারাম মন্ডল ও বিজেপির বুথ সভাপতি পঞ্চানন বেরা'কে বহিষ্কার করেছিল বিজেপি। ওই দুই বহিঃস্কৃত নেতার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি। পাশাপাশি ওই দুই বিজেপি নেতার সাথে সাথে বেশ কয়েকটি বিজেপি পরিবার তৃণমূলে যোগদান করেন।তৃণমূলে আগত দুই নেতা জানিয়েছেন বিজেপিতে থেকে উন্নয়ন করা সম্ভব হচ্ছিলো না। কেবল মাত্র মমতা ব্যানার্জীর সরকার মানুষের উন্নয়ন করতে সমর্থ। তাই আমরা আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। বিজেপির অঞ্চল প্রমুখ রূপক মিশ্র জানিয়েছেন, জে বা যারা আজকে স্টেজে উঠে মহিলাদের উন্নতির কথা বলছেন, তাঁদের জিজ্ঞেস করুন তাঁদের বাড়ির শিক্ষিত ছেলেমেয়েরা কর্মসংস্থানের জন্য অন্য রাজ্যে কেন যাচ্ছে! জে আজ তৃণমূলের যোগ দিলো তাকে সাধারণ মানুষ বিজেপির প্রতিকে ভোট দিয়েছিলো। আগে বিজেপির প্রতীক ফেরত দিতে পদত্যাগ করে পুনরায় নির্বাচনে লড়ে আসতে বলুন।
No comments