কেলেঘাই নদী সংস্কার ও মৎসজীবীদের জীবিকা সুরক্ষার দাবীতে মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ
জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎসজীবী এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎসজীবীদের জীবিকা সুরক্ষার দাবীতে মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো।…
কেলেঘাই নদী সংস্কার ও মৎসজীবীদের জীবিকা সুরক্ষার দাবীতে মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ
জল বাঁচাও, মাছ বাঁচাও, মৎসজীবী এই স্লোগানকে সামনে রেখে কেলেঘাই নদী সংস্কার ও মৎসজীবীদের জীবিকা সুরক্ষার দাবীতে মংলামাড়োয় মৎসজীবী সমাবেশ অনুষ্ঠিত হলো। সোমবার বিকাল ৫ টায় পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের মংলামাড়োয় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন সমাবেশের আগে একটি মিছিলের আয়জন করা হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/bN2EjqwDrJQ
মিছিলের শেষে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বহুদিন ধরে কেলেঘাই নদীর সংস্কার হয়নি, পাশাপাশি নদীর পাশে অবৈধ ইট ভাটা, মাছের ভেড়ি গজিয়ে উঠেছে, তার ফলে জল নিকাশির সমস্যা তৈরী হয়েছে। পাশাপাশি নদী ও খালের জলে চুল ব্যবসায়ীড়া বর্জ্য চুল ফেলায় জল দূষণের সমস্যাও রয়েছে। কিন্তু বার বার স্থানীয় ব্লক প্রশাসন, জেলা প্রশাসনের সাথে অভিযোগ জানিয়েছ কোনো সমস্যার সমাধান হয়নি। আগামীদিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারী দেওয়া হয়েছে।
উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য সিদ্ধার্থ চক্রবর্তী, ক্ষুদ্র মৎস্যজীবীদের জাতীয় মঞ্চের সভাপতি প্রদীপ চ্যাটার্জী, সাধারণ সম্পাদক সেবাস্টিয়ান রড্রিগো, পটাশপুর ১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ । কর্মসূচির দায়িত্বে সংগঠনের সহ সভাপতি দ্বিজেন্দ্র নাথ সিং এবং পটাশপুর ১ ব্লক শাখা কমিটির সদস্যড়া রয়েছেন। জমায়েতে প্রায় ১৫০জন মৎস্যজীবী।
No comments