সংগঠনে রদবদল, অভিষেক-বক্সির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা
তৃণমূলের সংগঠনে রদবদলের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। দলীয় সূত্রে খবর, দু’-একদিনের মধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসতে চলেছেন। প্রথম পর্যায়ে বৈঠক করবেন তৃণমূ…
সংগঠনে রদবদল, অভিষেক-বক্সির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা
তৃণমূলের সংগঠনে রদবদলের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। দলীয় সূত্রে খবর, দু’-একদিনের মধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্ব বৈঠকে বসতে চলেছেন। প্রথম পর্যায়ে বৈঠক করবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো। মনে করা হচ্ছে, ২৩ নভেম্বর ছয় বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল প্রকাশের পরেই পর্যায়ক্রমে ঘোষণা করা হবে কারা, কোথায়, কী দায়িত্ব পেলেন।
বস্তুত, সংগঠনে রদবদল নিয়ে তৃণমূলের অন্দরে এখন প্রবল গুঞ্জন। তৃণমূলের কোন কোন জেলা সভাপতির পদ খোয়া যাচ্ছে, তা নিয়ে আলোচনা চলছে সর্বত্র। আবার পুরসভার প্রধান, উপপ্রধান, পুরপ্রধান-পারিষদ নিজের পদে থাকতে পারবেন কি না, তা নিয়েও বিস্তর চর্চা চলছে রাজ্যের সব প্রান্তে। এই অবকাশে দলীয় সূত্রে খবর পাওয়া গিয়েছে, যাবতীয় বিষয়ে আলাপ-আলোচনা করতে বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। প্রথমে এই বৈঠক হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুব্রত বক্সির। দু’-একদিনের মধ্যে তাঁরা আলোচনা করবেন পুরসভা এলাকায় দলের সংগঠনের কোথায়, কীরকম অবস্থা। কোন পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের নামে দলের কাছে অভিযোগ জমা পড়েছে। কাউন্সিলারদের সম্পর্কেও কী কী অভিযোগ এসেছে, তা নিয়ে একপ্রস্থ কথাবার্তা বলতে পারেন তাঁরা। লোকসভা ভোটের ফলের নিরিখে শহরাঞ্চলে তথা কোন পুরসভা এলাকায় তৃণমূলের সাংগঠনিক শক্তি কতটা, সেই বিষয়টিও ওই বৈঠকে আলোচনা হতে পারে। আগামী দিনে দলের সংগঠনকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন দলের এই দুই শীর্ষস্থানীয় নেতা। দলের একটি অংশের সূত্রে খবর, এই বৈঠকের পর তৃণমূল নেত্রী কয়েকজনকে ডাকতে পারেন। তারপরই রদবদল প্রক্রিয়ায় সিলমোহর পড়বে। ২৩ নভেম্বর ভোটের ফল প্রকাশের পর সংগঠনে তৃণমূল যে একটা বড় ঝাঁকুনি দিতে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না।
No comments