Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালভৈরব জয়ন্তী

২৩নভেম্বর, ২০২৪, শনিবার কালভৈরব জয়ন্তী     ভগবান শিবের যে কয়টি রূপ আছে,তার মধ্যে কালভৈরব রূপ হলো অন্যতম। কেবলমাত্র হিন্দুধর্মে নয় বৌদ্ধ ও জৈন ধর্মে তাঁর আরাধনা করা হয়।তন্ত্র সাধনার জন্য এই নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিন্দু ধর্…

 


২৩নভেম্বর, ২০২৪, শনিবার কালভৈরব জয়ন্তী

     ভগবান শিবের যে কয়টি রূপ আছে,তার মধ্যে কালভৈরব রূপ হলো অন্যতম। কেবলমাত্র হিন্দুধর্মে নয় বৌদ্ধ ও জৈন ধর্মে তাঁর আরাধনা করা হয়।তন্ত্র সাধনার জন্য এই নামটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। হিন্দু ধর্ম অনুযায়ী কালভৈরব হলেন কাল বা সময়ের শাসক।।

     ভৈরব শব্দের অর্থ হলো ভয়ানক বা ভয়াবহ। ভগবান শিবের অত্যন্ত হিংস্র রূপ হলেন কালভৈরব, যা মৃত্যু বা বিনাশের সঙ্গে জড়িত। এই কালভৈরবের বাহন হলো কুকুর। যেটা হিন্দু পুরাণে একদম বিরল।।

     কথিত আছে একবার প্রজাপতি ব্রহ্মা অহংকার বশত শিবের নিন্দা করছিলেন। তখন তাঁর পাঁচটি মস্তক ছিল। ব্রহ্মা শিবের থেকে ও বেশি গুরুত্ব পেতে চেয়েছিলেন, এবং বেদে লেখা শিবের গুরুত্ব গুলি ও মানতে রাজি ছিলেন না।

     ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে এবং তাঁর ভয়ানক ক্রোধের থেকে সৃষ্টি হয় কালভৈরবের। তাঁর গায়ের রং ছিল কুচকুচে কালো, তাঁর ভয়ানক গর্জনে সমগ্ৰ জগৎ কেঁপে ওঠে। কালভৈরব বিন্দুমাত্র সময় নষ্ট না করে ব্রহ্মার পঞ্চম মস্তকটি কেটে ফেলেন।

     মস্তক কেটে ফেলা ব্রহ্ম হত্যার ন্যায় পাপ বলে মনে করা হয়, সেইজন্য কালভৈরব দীর্ঘদিন ধরে এই পাপ বহন করেছিলেন। পরে ভগবান শিবের নির্দেশে কাশীতে গিয়ে কালভৈরব এই পাপ থেকে মুক্তি লাভ করেন। তাই মনে করা হয়, কাশীতে কালভৈরবের উপস্থিতি রয়েছে।

     অন্যান্য পুরাণ কথা অনুযায়ী একবার সমস্ত অসুরেরা দেবী সতীর ৫১টি পীঠকে ধ্বংস করতে উদ্যত হয়। তখন এই অন্যায় কাজকে আটকাতে ভগবান শিব এই কালভৈরবের সৃষ্টি করেছিলেন।যার ফলে অসুরেরা সতীদেবীর পীঠ আক্রমন করতে ভয় পায়। তাই আজও মনে করা হয়, সতী দেবীর ৫১টি পীঠের রক্ষার দায়িত্বে রয়েছেন স্বয়ং কালভৈরব। তাই আজও প্রতিটি সতীপীঠের কাছে রয়েছে একটি করে কালভৈরব তথা শিবের মন্দির।

     কিছু পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী ভৈরবের সংখ্যা ৬৪ টি। তাঁদের আবার৮ টি শ্রেনীতে বিভক্ত করা হয়েছে। প্রতিটি শ্রেনীতে আবার একজন করে প্রধান ভৈবর রয়েছেন। এই প্রধান ৮টি ভৈরবকে একত্রে অষ্ট ভৈরব বলা হয়ে থাকে।। 


এই অষ্ট ভৈরব হলো  -- 


(১) কপাল ভৈরব।

(২) ভীষণ ভৈরব।

(৩) অসিতাঙ্গ ভৈরব।

(৪) রূঢ় ভৈরব।

(৫) চন্ড ভৈরব।

(৬) ক্রোধ ভৈরব।। 

(৭) উন্মত্ত ভৈরব।। 

(৮) সংহার ভৈরব।।


রাজস্থান, তামিলনাডু ও নেপালে তাঁর বিশেষ পূজা হয়ে থাকে। উজ্জয়নীতে তাঁর একটি প্রসিদ্ধ মন্দির রয়েছে, যেখানে বাবা কালভৈরব তাঁর ভক্তদের কাছ থেকে সুরাপান করে থাকেন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

 ২৩নভেম্বর, ২০২৪, শনিবার কালভৈরব জয়ন্তী

No comments