Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রয়াত হলেন লাল পাহাড়ির দেশে যা গানের রচয়িতা অরুণ চক্রবর্তী

প্রয়াত হলেন লাল পাহাড়ির দেশে যা গানের রচয়িতা অরুণ চক্রবর্তীলালপাহাড়ির দেশ এর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী জনপ্রিয় গান লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা। এদের সস্ঠা ছিলেন তিনি। শুক্রবার গভীর রাত…

 




প্রয়াত হলেন লাল পাহাড়ির দেশে যা গানের রচয়িতা অরুণ চক্রবর্তী

লালপাহাড়ির দেশ এর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দিলেন কবি অরুণ চক্রবর্তী জনপ্রিয় গান লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা। এদের সস্ঠা ছিলেন তিনি। শুক্রবার গভীর রাতে চুঁচুড়ায় নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয় কবি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই তার ফুসফুসে সমস্যা ছিল। শারীরিক ভাবে অসুস্থ ছিলেন কবি। গতকাল রাত বারোটা নাগাদ হঠাৎ করে তার শারীরিক পরিস্থিতি অবনতি হতে শুরু করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও সে সুযোগ পরিবারকে দেননি কবি। বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শোকসন্তপ্ত পরিবার এবং অরুণ বাবুর আত্মা চিরশান্তি কামনা করেন হলদিয়া ফেসবুক মিট অন্যতম কর্ণধার শিবনাথ সরকার। এছাড়াও কবি সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে এসেছে শিবনাথ বাবু বলেন অরুণবাবুর সৃষ্টির গানই লোকমুখে চিরকাল জনপ্রিয় করে রাখবে।

No comments