Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরির ভাড়া বৃদ্ধি, অসন্তোষ

ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরির ভাড়া বৃদ্ধি, অসন্তোষ

 ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি - সার্ভিসে ফের যাত্রী ভাড়া বাড়ানোর  বিজ্ঞপ্তি জারি করল ডায়মন্ডহারবার পুরসভার তরফ থেকেপুরসভা। একেবারে ৭ টাকা যাত্রীপিছু ভাড়া বাড়ানো হয়েছে। যা ছিল ২০…

 


ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরির ভাড়া বৃদ্ধি, অসন্তোষ



 ডায়মন্ডহারবার-কুঁকড়াহাটি ফেরি - সার্ভিসে ফের যাত্রী ভাড়া বাড়ানোর  বিজ্ঞপ্তি জারি করল ডায়মন্ডহারবার পুরসভার তরফ থেকেপুরসভা। একেবারে ৭ টাকা যাত্রীপিছু ভাড়া বাড়ানো হয়েছে। যা ছিল ২০ ইতিমধ্যে যাত্রী সাধারণের উদ্দেশে ডায়মন্ডহারবার এবং কুঁকড়াহাটি ফেরি ঘাটে বিজ্ঞপ্তি সাঁটিয়ে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তি। যা নিয়ে যাত্রী সাধারণের মধ্যে অসন্তোষ দানা বেধেছে। জানা গিয়েছে, ২০২২ সালে শেষ যাত্রী ভাড়া বেড়েছিল ৫ টাকা। অর্থাৎ যাত্রীপিছু ভাড়া ছিল ১৫ টাকা। তা বেড়ে হয়েছিল ২০ টাকা। এবার সেই কি ভাড়া ফের বেড়ে হল ২৭ টাকা। > পাশাপাশি বড় জিনিসের ভাড়া ৩০  টাকা থেকে বেড়ে হল ৪০ টাকা। সমাঝারি জিনিসের ভাড়া ২৫ টাকা চ থেকে বেড়ে দাঁড়াল ৩০ টাকা। ছোট স জিনিসের ভাড়া ১০ টাকা থেকে হল ১৫ টাকা। সাধারণ ছাত্রছাত্রীদের প্রতি মাসের টিকিট ৭০ টাকা থেকে বেড়ে কি হল ১২০ টাকা। সাধারণ যাত্রীর ৫ মাসিক টিকিট ১৩০০ টাকা। বিনা - টিকিটে যাত্রী (ফাইন-সহ) ৫০ টাকা এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১ ডিসেম্বর থেকে এই ভাড়া লাগু হবে বলে স্পষ্ট জানানো হয়েছে। এই ফেরি সার্ভিসের ভাড়া পুনঃ বিবেচনা করার জন্য আবেদন করলেন ভারতীয় মজদুর সংঘ বিএমএস রাজ্য সভাপতি প্রদীপ বিজলী জানিয়েছেন, "২০২২ সালে ভাড়া বাড়ানোর পর ২০২৪-এর শেষে ফের ভাড়া বাড়ানো হল। এটা যাত্রীদের কাছে বোঝা। ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য  নিত্যযাত্রী হন তাদের ৭০ টাকা থেকে ১৩০ টাকা ভাড়া বাড়ানো হয়েছে  ছাত্র-ছাত্রীদের কনশেশন দেওয়ার কথা সেখানে এত টাকা একসঙ্গে বাড়ানো হয়েছে আমরা প্রতিবাদ করছি।” নিত্যযাত্রী রমেশ দাস জানিয়েছেন, "কাজের তাগিদে আমাদের এই ফেরি সার্ভিস ব্যবহার করতেই হয়। পরিষেবা দেওয়ার থেকে ডায়মন্ডহারবার পুরসভা বেশি লাভের উপর জোর দিয়েছে। যাত্রীদের কষ্টে ফেলে ব্যবসা করা হচ্ছে। এটা ঠিক কাজ নয়।” ডায়মন্ডহারবার পুরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, "বর্তমানে জ্বালানির দাম বেড়েছে। সেইসঙ্গে বেড়েছে যন্ত্রাংশের দাম এবং কর্মীদের বেতন দিতে আমাদের হিমশিম অবস্থা। সবকিছু ভেবেই এই যাত্রী ভাড়া বাড়ানো হল। আশা করি, যাত্রী সাধারণ আমাদের সহযোগিতা করবেন।" যাত্রী ভাড়া নিয়ে অসন্তোষ রয়েছে। তাই শেষমেশ বর্ধিত ভাড়া লাগু হয় কি না, সেটাই এখন দেখার।

No comments