তমলুকের পায়রাটুঙি খাল সংস্কারের কাজ দ্রুত শুরুর দাবিতে নাগরিক সভা
দীর্ঘদিন আন্দোলনের পর তমলুক ব্লকের পায়রাটুঙি খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিকে এলাকার জনসাধারণ দীর্ঘদিন এই খাল সংস্কার করার দাবিতে …
তমলুকের পায়রাটুঙি খাল সংস্কারের কাজ দ্রুত শুরুর দাবিতে নাগরিক সভা
দীর্ঘদিন আন্দোলনের পর তমলুক ব্লকের পায়রাটুঙি খাল সংস্কারের উদ্যোগ নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এদিকে এলাকার জনসাধারণ দীর্ঘদিন এই খাল সংস্কার করার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছিল 'তমলুক ব্লক কৃষক সংগ্রাম কমিটি'। এবারের বর্ষায় এই জলযন্ত্রনা অনেকটাই বেড়ে যায়। বহুদিন জলের তলায় থাকে এলাকার মানুষজন। এমতাবস্থায় এই সংস্কারের কাজ দ্রুত রূপায়ণ ও সাথে সাথে নাসা খালগুলি পূর্ণ সংস্কারের দাবিতে আজ তমলুকের কেলোমাল সন্তোষিনী হাইস্কুলে এক নাগরিক সভার আয়োজন করে ওই কমিটি। এলাকার শতাধিক সাধারণ মানুষ, চাষী যুক্ত হন এই সভায়। সভায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা-ভাঙন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, তমলুক ব্লক কৃষক সংগ্রাম কমিটির সম্পাদক শশাঙ্ক আদক, সভাপতি সুদর্শন সামন্ত, চিন্তামণি মাইতি,শম্ভু মান্না প্রমূখ।
শশাঙ্ক আদক জানান, জেলা প্রশাসনের উদ্যোগে এই পায়রাটুঙি খাল সংস্কারের কাজ যাতে দ্রুত রূপায়ণ হয় এবং সকল নাসা খাল সহ সেচ দপ্তরের সিডিউল অনুযায়ী যাতে এই খাল পূর্ণ সংস্কার হয়,এই দাবি নিয়ে আগামী ১২ ই ডিসেম্বর তমলুক বিডিও'র নিকট গন-ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হবে।
No comments