ফুলবিক্রির সময় ডাম্পারের ধাক্কা, আহত ৯ জন ফুলচাষী-ফুলব্যবসায়ী। আহতদের চিকিৎসা সহ সরকারী সাহায্য প্রদান ও ফুলবাজার নির্মানের দাবী।ভিডিও দেখতে ক্লিক করুনhttps://youtu.be/_2724nPZk0E
আজ ২৪ নভেম্বর,ভোর সাড়ে ৪ টা নাগাত, ঘাটাল…
ফুলবিক্রির সময় ডাম্পারের ধাক্কা, আহত ৯ জন ফুলচাষী-ফুলব্যবসায়ী। আহতদের চিকিৎসা সহ সরকারী সাহায্য প্রদান ও ফুলবাজার নির্মানের দাবী।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/_2724nPZk0E
আজ ২৪ নভেম্বর,ভোর সাড়ে ৪ টা নাগাত, ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহে রাস্তার ধারে ফুল বিক্রির সময় ঘাটাল থেকে কলকাতাগামী ১৬ চাকা যুক্ত একটি ডাম্পারের ধাক্কায় ৯ জন গুরুতর আহত হয়েছে। আহতদের পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়।
সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,পশ্চিম মেদিনীপুর জেলায় এখনো সরকারী সরকারি উদ্দ্যোগে কোনও ফুলবাজার না থাকায় ফুলচাষীরা বাধ্য হয়ে রাজ্য সড়ক বা জাতীয় সড়কের ধারে ফুল বিক্রি করতে বাধ্য হচ্ছেন। ফুলচাষ সংশ্লিষ্ট জেলাগুলির মধ্যে বৃহত্তম পার্শ্ববর্তী পূর্ব মেদিনীপুর জেলায় পাঁশকুড়া ছাড়া অন্য কোথাও ফুলবাজার না থাকায় ওই একইভাবে ফুল বিক্রি করতে বাধ্য হয়। অবিলম্বে রাস্তার ধারে সরকারী উদ্দ্যোগে ফুলবাজার নির্মাণ করতে হবে।
নারায়ণবাবু দুর্ঘটনায় আহতদের চিকিৎসা খরচ সহ এককালীন আর্থিক সাহায্য দেওয়ার দাবী জানান।
No comments