Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

স্বাস্থ্য সেমিনার

স্বাস্থ্য সেমিনার
ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেছাদাস্থিত ট্রাস্ট ভবনের সেমিনার হলে একটি শিক্ষামূলক স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ টি এন জানা। Approach to up…

 




স্বাস্থ্য সেমিনার


ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেছাদাস্থিত ট্রাস্ট ভবনের সেমিনার হলে একটি শিক্ষামূলক স্বাস্থ্য সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন প্রখ্যাত শল্য চিকিৎসক ডাঃ টি এন জানা। Approach to upper gastrointestinal bleeding শীর্ষক বিষয়ে আলোচনা করেন ভুবনেশ্বর এইমস(AIIMS)'র প্রাক্তন গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাঃ প্রাজ্ঞ অনির্বাণ। PCOD শীর্ষক বিষয়ে আলোচনায় অংশ নেন প্রখ্যাত শল্য চিকিৎসক(gynae and obs) ডাঃ অনুরাধা ঘোষ এবং ডাঃ টি এন জানা। সেমিনারের Co ordinator প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ ভবানী শঙ্কর দাস বলেন, সারা বছর এমনই শিক্ষামূলক বেশ কয়েকটি স্বাস্থ্য সেমিনারের আয়োজন আমরা করে থাকি। রেজিস্টার ও নন রেজিস্টার চিকিৎসক মিলিয়ে অর্ধশতাধিক প্রতিনিধির উপস্থিতিতে প্রশ্নোত্তর পর্বে সেমিনারটি প্রানবন্ত হয়ে ওঠে। ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া এবং সম্পাদক তপন ভৌমিক সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।


No comments