হলদিয়া হচ্ছে নাট্য উৎসব ২০২৪প্রথিতযশা নাট্য দল সংশপ্তক হলদিয়া শীতের প্রাক্কালে আয়োজন করছে হলদিয়া নাট্য উৎসব। নিরন্তর নাট্য চর্চার পাশাপাশি জেলা নাট্য চর্চাকে উজ্জীবিত করতে গত বছর মূলত জেলা নাটক দলগুলিকে নিয়ে এই নাট্য উৎসবে আ…
হলদিয়া হচ্ছে নাট্য উৎসব ২০২৪
প্রথিতযশা নাট্য দল সংশপ্তক হলদিয়া শীতের প্রাক্কালে আয়োজন করছে হলদিয়া নাট্য উৎসব। নিরন্তর নাট্য চর্চার পাশাপাশি জেলা নাট্য চর্চাকে উজ্জীবিত করতে গত বছর মূলত জেলা নাটক দলগুলিকে নিয়ে এই নাট্য উৎসবে আয়োজন করেছিলেন এবছর তারা জেলার সব দল রাজ্যের বিভিন্ন প্রান্তে দল নিয়ে এই আয়োজন করেছেন এবার এই নাট্য উৎসবের মূলভাব নিরপেক্ষ নাট্য প্রসেনিয়াম মঞ্চে বাইরে ও থিয়েটারের সর্বত্র গ্রামীণ তাই এই ধরনের নাটকের জন্ম দিয়েছে রাজ্যজুড়ে উৎসব শুরু হয়েছে সেই দ্রোহের মশাল নিয়ে এসেছে হলদিয়া নাট্য উৎসব। তাদের এবারে নাট্য নির্বাচনের তাই প্রতিবাদের ছোঁয়া। নারীর ক্ষমতায়নের ভাবনা নিয়ে তাই হলদিয়া নাট্য উৎসবের শুভ সূচনা প্রদীপ প্রজননের মধ্য দিয়ে। এবারের নাট্য উৎসবের সূচনা প্রদীপ প্রজ্জলন করবেন মহিলা নাট্য শিল্পীরা জেলার নাট্য চর্চাকে উজ্জীবিত করতে তাদের এই প্রয়াস।
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর সহায়তা আয়োজনের স্বয়ংসাত্মক হলদিয়া নয় নভেম্বর প্রথম দর্শন উদ্বোধনী অনুষ্ঠান দ্বিতীয় দর্শন কৃষ্ণকলি বেহালার অনুদশী নাট্য সংস্থা তারা পরিবেশন করবেন তৃতীয় দর্শন নাক গোলাবেন না প্লিজ চতুর্থ দর্শন ফিনিশ স্বয়ং সপ্তক হলদিয়া পঞ্চম দর্শন পেঁচা এগরার কৃষ্টি-চক্র ষষ্ঠ দর্শন নিরুদ্দেশ রঙ্গন তমলুক নাট্য সংস্থা।
দশই নভেম্বর রবিবার বিকাল ৫ টা থেকে শুরু হচ্ছে নাটক নাট্য সাথী আজ পরিবেশিত ক্রন্দন সি, কলিকাতার ডাকঘর থিয়েটার আয়োজিত বীজ, তৃতীয় দর্শন সমবেদ মহিষাদল নাট্য সংস্থার তিথিচিত্রপট, চতুর্থ দর্শন ডাকঘর থিয়েটার কলিকাতা আয়োজিত অন্ধকার সময়ে তবু প্রেম জন্ম নেবে, পঞ্চম দর্শনে সংশপ্তক হলদিয়ার নাটক করো প্রতিরোধ, নাট্য উৎসবের শেষ ষষ্ঠ দর্শন উলুবেরিয়া ট্রাঙ্ক রোড থিয়েটার আয়োজিত কিম্যা কার্ডিস্তান কা। উৎসবে সম্পাদক সুজিত দাস এবং স্বয়ং সপ্তক নাট্য সংস্থার অন্যতম কর্ণধার কুনানন্দ বলেন । নাটকের সঙ্গে থাকুন।নাটক দেখতে আসুন। সকলের সাদর আহ্বান জানিয়েছেন সংশপ্তক নাট্যগোষ্ঠীর কর্ণধার কুনালনন্দ
No comments