Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ডিজে আটক করলো নন্দীগ্রাম থানার পুলিশ

ডিজে আটক করলো নন্দীগ্রাম থানার পুলিশ । রবিবার ভোরে নন্দীগ্রামের তেখালি থেকে ভগবানপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল দানবাকৃতি ডিজে সেট । স্থানীয় তেখালি ফাঁড়ির পুলিশ সেটি আটক করে । দিন কয়েক আগে স্থানীয় দাউদপুর থেকে পুলিশ ডিজ…

 



ডিজে আটক করলো নন্দীগ্রাম থানার পুলিশ । রবিবার ভোরে নন্দীগ্রামের তেখালি থেকে ভগবানপুরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল দানবাকৃতি ডিজে সেট । স্থানীয় তেখালি ফাঁড়ির পুলিশ সেটি আটক করে । দিন কয়েক আগে স্থানীয় দাউদপুর থেকে পুলিশ ডিজে আটক করেছে । নন্দীগ্রাম থানার আইসি অনুপম মন্ডল জানিয়েছেন,"শব্দ দানবের দৌরাত্ম্য বন্ধ করার কড়া নির্দেশ রয়েছে । এ বিষয়ে আমরা আগেই সতর্ক করেছি পুজো কমিটির পাশাপাশি সাউন্ড সিস্টেমের সঙ্গে যুক্ত লোকজনকে । তা সত্ত্বেও ডিজে ব্যবহার করার উদ্যোগ রোধ করতে তৎপর রয়েছি ।‌ তেখালি থেকে আটক করা হয়েছে ডিজে ।" আগামী দিনে এমন আরো ডিজে বিরোধী অভিযান চলবে বলে পুলিশ জানিয়েছে ।

No comments