বেঙ্গল কার র্যালি উৎসবের চ্যাম্পিয়ন হলেন হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী
হলদিয়াতে বেঙ্গল স্পিড ফেস্টিভাল দুদিন ধরে চলল ।শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার ওপেন ক্যাটাগরি অনুষ্ঠিত হয়। সকলে টিভির পর্দায় চোখ রাখে কিভাবে জোরে মোটর…
বেঙ্গল কার র্যালি উৎসবের চ্যাম্পিয়ন হলেন হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী
হলদিয়াতে বেঙ্গল স্পিড ফেস্টিভাল দুদিন ধরে চলল ।শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলার ওপেন ক্যাটাগরি অনুষ্ঠিত হয়। সকলে টিভির পর্দায় চোখ রাখে কিভাবে জোরে মোটরবাইক এবং বিভিন্ন সিসি চার চাকার গাড়ি ছুটছে এখন চোখের সামনে সকলকে দেখার সুযোগ করে দিলেন হলদিয়ার ভূমিপুত্র আজগর আলী পল্টূ।
https://youtu.be/0LEbyp8S1Yg
গত ২-৩ নভেম্বর হলদিয়া উন্নয়ন পর্ষদের মাঠ সাংহতি ময়দানে চলল বিভিন্ন ক্যাটাগরির বেঙ্গল স্পিড ফেস্টিভেল ২০২৪। শেষ দিনের অনুষ্ঠানে ওপেন ক্যাটাগরি অংশগ্রহণ করেছিলেন পূর্ব মেদিনীপুর জেলার বহু যুবক এবং যুবতী তারাও সফল হয়েছেন আজগর আলীর পরিবারের অনেকেই এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেন তারাও এই সফল হয়েছেন পুরস্কারও পেয়েছেন। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে রাজ্য সরকারের সেই সেফ ড্রাইভ সেভ লাইফ কে মাথায় রেখে কিভাবে জোরে গাড়ি চালানো যায় তারই একটি নতুনত্ব এই বেঙ্গল ফেস্টিভেল। এই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করেছিলেন হলদিয়া এসডিপিও অরিন্দম অধিকারী, তিনিও লোকাল ক্যাটাগরিতে পূর্ব মেদিনীপুর জেলার চ্যাম্পিয়ন হলেন সকলকে তাক লাগিয়ে দিলেন হলদিয়ার এসডিপিও অরিন্দম অধিকারী
No comments