গণভাই ফোঁটা আয়োজিত হলো গান্ধী আশ্রমেআজ ভাই ফোঁটা "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোটা। জমজ যেমন অমর, আমার ভাই হোক অমর। এই কথাগুলি বলতে বলতে প্রত্যেকটি বোন তাদের…
গণভাই ফোঁটা আয়োজিত হলো গান্ধী আশ্রমে
আজ ভাই ফোঁটা "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিলাম আমার ভাইকে ফোটা। জমজ যেমন অমর, আমার ভাই হোক অমর। এই কথাগুলি বলতে বলতে প্রত্যেকটি বোন তাদের ভাই কপালে তিলক টেনে দেয়। ভাইয়ের মঙ্গল কামনায় এই দিনটি বোনেরা অপেক্ষা করে সারা বছর ধরে। কিন্তু যাদের ভাই নেই তাদের বোন নেই তারা কোথায় যাবে। হলদিয়া গান্ধী আশ্রমের আবাসিক যারা বোবা অন্ধ এবং পথের কুড়িয়ে পাওয়া যাদেরকে রাখা হয়েছে। সেই সকল আবাসিকদের নিয়ে গন ভাইফোঁটার আয়োজন করা হয়। জানালেন হলদিয়া সমাজ কল্যাণ দপ্তরের সম্পাদক দুলাল চন্দ্র সামন্ত।
No comments