দূষণ প্রতিরোধে গাছ লাগানোর বার্তা দিলেন বিক্ষোভ প্রেমী- দিলীপ
আজ ময়না বৃহষ্পতি বারের বাজারে পেন্ট ডক্টরের পনেরো জন কর্মচারীর হাতে জন্মদিনে বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ তুলে দিলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। পরিবেশ রক্ষায় সারা…
দূষণ প্রতিরোধে গাছ লাগানোর বার্তা দিলেন বিক্ষোভ প্রেমী- দিলীপ
আজ ময়না বৃহষ্পতি বারের বাজারে পেন্ট ডক্টরের পনেরো জন কর্মচারীর হাতে জন্মদিনে বিভিন্ন ধরনের ফুলের চারাগাছ তুলে দিলেন বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র। পরিবেশ রক্ষায় সারা বছর ধরে লাগাতার কাজকর্মে যুক্ত থাকেন বৃক্ষপ্রেমী। তাঁর এই কর্ম প্রয়াস কে এলাকার মানুষ সাধুবাদ জানায়। পেন্ট ডক্টরের কর্ণধার সুশোভন রানা বলেন বৃক্ষপ্রেমী দিলীপ বাবু র এই ভাবনা আমাদের অনুপ্রাণীত করে।ওনাকে দেখে অখন্ড মেদিনীপুরের বহু মানুষ পরিবেশ রক্ষায় এগিয়ে এসেছেন।উনি আমাদের প্রতিষ্ঠানে এর আগেও অনেকবার এধরণের কর্মসূচি গ্রহণ করেছেন। পরিবেশ রক্ষায় এভাবে সমাজের আরো মানুষ কে দূষণ রোধে ও বিশ্ব উষ্ণায়ন রোধে এগিয়ে আসতে হবে। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র সকলকে অনুরোধ করেন যে কোন উৎসব অনুষ্ঠানে চারাগাছ দেওয়ার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ReplyDeleteNice
ReplyDelete