Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় কংগ্রেসের উদ্যোগে পৌরসভাতে ডেপুটেশন

হলদিয়াতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে পৌরসভাতে ডেপুটেশন  নিম্নোক্ত দাবী  গুলি নিয়ে আজ হলদিয়া কদমতলা থেকে সুবিশাল মিছিল হলদিয়া পৌরসভা পর্যন্ত  মিছিলে আসেন। ৬ সদস্যের প্রতিনিধি টিম হলদিয়া পৌরসভার পৌর প্রশাসকের নিকট ডেপুটেশন  দেন। …

 




হলদিয়াতে জাতীয় কংগ্রেসের উদ্যোগে পৌরসভাতে ডেপুটেশন  

নিম্নোক্ত দাবী  গুলি নিয়ে আজ হলদিয়া কদমতলা থেকে সুবিশাল মিছিল হলদিয়া পৌরসভা পর্যন্ত  মিছিলে আসেন। ৬ সদস্যের প্রতিনিধি টিম হলদিয়া পৌরসভার পৌর প্রশাসকের নিকট ডেপুটেশন  দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন ভারতীয় জাতীয় কংগ্রেস জেলা নেতৃত্ব প্রণব দাস। সুদর্শন মান্না ,কাজল দাস প্রমূখ নেতৃত্ববৃন্দ। প্রায় ১৫ দাবি নিয়ে আজ দীর্ঘ সময় পৌরসভার পৌর প্রশাসকের নিকট আলোচনা করেন। সূত্রে জানা যায়, কথা দিয়েছেন উনার উপরে যেখানে যেখানে জানানো জানিয়ে দেবেন।

আজকে ডেপুটেশনের দাবি সমূহ

পৌর নির্বাচন: অবিলম্বে হলদিয়া পৌরসভা নির্বাচন করতে হবে, জন প্রতিনিধিত্ব শাসনের ব্যবস্থা করতে হবে।

যোজনা: নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত প্রাপকদের নাম আবাস যোজনার চূড়ান্ত তালিকায় নথিভুক্ত করতে হবে।

দানা ঘূর্ণিঝড়:- সাম্প্রতিক দানা ঘূর্ণিঝড়ে ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের নিরপেক্ষ তদন্ত করে ফসলের নাহ্য ক্ষতিপূরনের ব্যবস্থা করতে হবে। রাস্তা মেরামত:- অবিলম্বে পৌর এলাকার সমস্ত ভাঙ্গাচোরা রাস্তা মেরামতি করতে হবে।

পথবাতি পরিবর্তন:- নষ্ট হয়ে যাওয়া হাজার হাজার পথবাতি পরিবর্তন করে, নূতন পথবাতি লাগানোর ব্যবস্থা করতে হবে। দ্রুততার সাথে মজে যাওয়া জল নিকাশী ব্যবস্থার (হাইড্রেন সহ) সার্বিক সংস্কার করতে হবে।সর্বত্র পাইপ লাইনে জল সরবরাহ (অমৃত জলপ্রকল্প) স্বাভাবিক করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষার জন্য মশা নাশক তেল স্প্রে, ড্রেন পরিস্কার, প্লাস্টিক ও আর্বজনা সাফাই সহ প্রতিটি ওয়ার্ডে রক্ত পরীক্ষার কর্মসূচী গ্রহন ও দ্রুত রূপায়ন করতে হবে।সিটি সেন্টার সংলগ্ন এলাকায় কয়েকটি ভোজ্য তেলের কারখানার দুষিত জল ১৩, ১৪, ১৫, ১৬নং ওয়ার্ড সহ পার্শ্ববর্তী দেভোগ অঞ্চলের বিস্তীর্ণ এলাকা পরিবেশকে দূষিত করছে। অবিলম্বে এই এলাকা দূষনমুক্ত করতে হবে।

পৌর বোর্ড না থাকায় নুতন বাড়ী নির্মান ও মেরামতির কাজ বন্ধ থাকায় নাগরিকদের সমস্যার সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে হবে।

"গ্রীন হলদিয়া, ক্লিন হলদিয়া' প্রকল্পে বৃক্ষ রোপনের দাবীতে, বিশেষ করে পৌর এলাকায় ব্যাপক ফলের চারা রোপন করে সৌনন্দর্যায়ান ও মানুষের পুষ্টির যোগানের ব্যবস্থা করতে হবে।

 শবদেহ সংরক্ষনের জন্য "পিস হেভেন” তৈরীর পরিকল্পনা দ্রুত রুপায়ন করতে হবে। পড়্যারচক শশ্মানে "বিদ্যুৎ চুল্লী” নির্মান যথোপযুক্ত আলোর ব্যবস্থা দ্রুত সম্পন্ন করতে হবে। প্রকৃত উপভোক্তাদের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারী সুযোগ সুবিধা প্রদানের জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহন করতে হবে।

 হলদিয়া বন্দরের প্রবেশ পথ ও প্রতিদিন কয়েক হাজার ছাত্র-ছাত্রী, শ্রমিক ও সাধারন মানুষের যাতায়াত সহ হলদিয়ায় যান চলাচলের গুরুত্বপূর্ণ সংযোগস্থল রানীচক মোড়ের ভাঙ্গাচোরা রাস্তা অবিলম্বে মেরামত ও পথবাতির ব্যবস্থা, সৌন্দর্যায়ন করতে হবে। রানীচক উড়ালপুল দিয়ে যাত্রীদের যাতায়াত তথা ওঠানামায় বয়স্ক ও মহিলা যাত্রীদের পক্ষে খুবই কষ্টসাধ্য হচ্ছে। তাই সমস্ত যাত্রীবাহী বাসকে উড়ালপুলের নীচ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করতে হবে। বস্তী উন্নয়ন করতে হবে। উপযুক্ত পুর্নবাসন ছাড়া বস্তী উচ্ছেদ করা চলবে না।

পৌরসভা পরিচালিত দুটি স্বাস্থ্য প্রকল্পকে সুষ্ঠুভাবে একত্রিত করে জনস্বার্থে পরিচালনা করতে হবে।

 জনস্বার্থে রাধামাধবচক শ্মাশানটির (বৃন্দাবনচক মৌজা) হলদিয়া পৌরসভার আওতাধীন করে (লীজ পুন:নবীকরন) প্রয়োজনীয় উন্নয়ন করতে হবে।

 

No comments