চারটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর ছাত্র-ছাত্রীদের ট্যাবকেনার টাকা গায়েব!হ্যাকার হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব ঘটনার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার চারটি স্কুলে মোট…
চারটি স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর ছাত্র-ছাত্রীদের ট্যাবকেনার টাকা গায়েব!
হ্যাকার হানায় ছাত্রছাত্রীদের ট্যাব কেনার টাকা গায়েব ঘটনার প্রধান শিক্ষকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার চারটি স্কুলে মোট ৬৪ জন পড়ুয়ার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে সাইবার অপরাধীরা বাংলার শিক্ষা পোটালে ছাত্র-ছাত্রীর নাম ও অ্যাকাউন্ট নম্বর সরিয়ে হ্যাকার রা নিজেদের অ্যাকউন্ট নম্বর এন্ট্রি করে দেয়।
ঘটনা ঘটেছে চন্ডিপুর থানার মুরাদপুর বিবেকানন্দ বিদ্যাপীঠ দিবাকরপুর হাই স্কুল নন্দকুমার থানার ব্যবস্থা হাট আদর্শ হাই স্কুল ও মহিষাদলের নাটর্সাল হাই স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট 64 জন পড়ুয়া প্রতারিত মাথাপিছু ১০০০০ টাকা করে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা হ্যাকারদের একাউন্টে চলে গেছে।
এই ঘটনায় ওই চার উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের বিরুদ্ধে তমলুক থানায় এফআইআর করেছে ডিআই মাধ্যমিক তবে এ বিষয়ে শুভাশিস মিত্র জানান এখনো পর্যন্ত চারটি স্কুলে পাওয়া গেছে তাই চারটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ হয়েছে। আমরা আজকে আরও বলছি যেহেতু এটা ছাত্র-ছাত্রীদের বেনিফিট পাওয়ার বিষয়ে তাই সমস্ত স্কুল আজকের মধ্যে বা আগামীকাল এর মধ্যে স্টুডেন্টদের একাউন্ট এবং যে একাউন্টে টাকা পাঠানো হয়েছে, সেই অ্যাকাউন্ট একই কিনা বৃহস্পতিবারের মধ্যে জানাতে হবে তাহলে আমরা ব্যবস্থা নেব তবে এই বিষয়ে ব্যবস্থা হাট আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস ধাড়া খুবই দুঃখের সঙ্গে জানিয়েছেন ট্যাব ডিস্ট্রিবিউশন নিয়ে যে ঘটনা ঘটে গেল সেটি অনভিপ্রেত আমি ব্যক্তিগতভাবে মর্মাহত পেইনফুল। বুধবার দুপুর থেকে জেলায় একাধিক স্কুলে এই ট্যাব বিতরণের সমস্যা নিয়ে লিখিতভাবে পূর্ব মেদিনীপুর ডিআই অফিসে অভিযোগ জানান।
No comments