১৩৬তম কুমার চন্দ্র জানার জন্মদিন সারম্বরে পালিত হবে হলদিয়া শিল্প শহরে গিরিশ মোড়ে
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমার চন্দ্র জানা স্মরণ সভা এ…
১৩৬তম কুমার চন্দ্র জানার জন্মদিন সারম্বরে পালিত হবে হলদিয়া শিল্প শহরে গিরিশ মোড়ে
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া গিরিশ মোড়ে স্বাধীনতা সংগ্রামী কুমার চন্দ্র জানার সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কুমার চন্দ্র জানা স্মরণ সভা এবং১৩৬ তম জন্মদিন অনুষ্ঠিত হবে। ২৭ ও ২৮ শে নভেম্বর দুই দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মসূচি পালিত হবে। ২৭ নভেম্বর বিনা ব্যয় চক্ষু পরীক্ষা শিবির ও মধুমেয় রোগ নির্ণয় অনুষ্ঠিত হয়। ২৮ শে নভেম্বর সকালে জাতীয় পতাকা উত্তোলন বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে প্রভাত ফেরী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত ও রোগীদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির। শিল্প শহরের বিভিন্ন জায়গায় স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে রয়েছে সেই সকল প্রতিকৃতিতে মাল্যদান কর্মসূচি হলদিয়া গান্ধী আশ্রম রয়েছে বিভিন্ন মনীষীদের প্রতিকৃতিতে মাল্যদান এবং গান্ধী আশ্রমে আবাসিকদের শীতবস্ত্র প্রদান প্রায় দুই শতাধিক আবাসিক দের হাতে শীতের পোশাক তুলে দেওয়া হবে । সুত্রে জানা যায় প্রায় ৩ শতাধিক মানুষজন রক্তদান শিবিরের অংশগ্রহণ করবেন। এছাড়া দন্ত পরীক্ষা সাংস্কৃত মঞ্চে বিকাল উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, সভাপতিত্ব করবেন কুমারচন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মিলন মন্ডল থাকবেন প্রাক্তন কাউন্সিলর এবং সোসাইটির কার্যকরী সভাপতি প্রদীপ কুমার দাস জানালেন কুমার চন্দ্র জানা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক শিবপ্রসাদ প্রধান।
No comments