Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ফেরিভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা ও মহকুমা শাসককে স্মারকলিপি

কুঁকড়াহাটি-ডায়মন্ডহারবার রুটে লঞ্চ/ভেসেল চলাচলের অস্বাভাবিক ফেরিভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা ও মহকুমা শাসককে স্মারকলিপি           গত ১০ই নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পৌরসভার পৌরপ্রধান এক বিজ্ঞপ্তি&…

 



কুঁকড়াহাটি-ডায়মন্ডহারবার রুটে লঞ্চ/ভেসেল চলাচলের অস্বাভাবিক ফেরিভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে জেলা ও মহকুমা শাসককে স্মারকলিপি

           

           গত ১০ই নভেম্বর দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ডহারবার পৌরসভার পৌরপ্রধান এক বিজ্ঞপ্তি'র মাধ্যমে আগামী ১ লা ডিসেম্বর থেকে হুগলি নদীতে চলা লঞ্চ/ভেসেলে যাতায়াতের জন্য ফেরি চলাচলের  অস্বাভাবিক ভাড়াবৃদ্ধির কথা ঘোষণা করেছেন। 

নিম্নে সেই তালিকা দেওয়া হল। 

                        বর্তমান ভাড়া            বর্ধিত ভাড়া 

 সাধারণ যাত্রী- -----২০ টাকা-------২৭ টাকা 

 বিনা টিকিটের ------৫০ টাকা ----৩০০ টাকা

   যাত্রী(ফাইন সহ)

বড় মালের টিকিট-----৩০ টাকা---৪০ টাকা 

 মাঝারি মালের টিকিট-২৫ টাকা -৩০ টাকা 

 ছোট মালের টিকিট----১০ টাকা - ১৫ টাকা

 ছাত্র-ছাত্রীদের -------৭০টাকা----১২০ টাকা 

   মাসিক টিকিট 

 সাধারণ যাত্রী টিকিট ১৩০০ টাকা 

          অন্যায় অযৌক্তিক ওই ভাড়াবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে'পরিবহন যাত্রী কমিটি'র পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আজ পূর্ব মেদিনীপুরের জেলা শাসক,হলদিয়া ও ডায়মন্ডহারবারের মহকুমা শাসকের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হয়। প্রসঙ্গত উল্লেখ্য, হলদিয়া মহকুমা এলাকার এক বিরাট সংখ্যক জনসাধারণ হুগলী নদীর কুকড়াহাটি ফেরীঘাট হয়ে ডায়মন্ডহারবারের মাধ্যমে দক্ষিণ ২৪ পরগনায় জেলার বিভিন্ন অংশে যাতায়াত করেন। 

          কমিটির পূর্ব মেদিনীপুর জেলা মুখপাত্র নারায়ণ চন্দ্র নায়ক স্মারকলিপিতে অভিযোগ করেন,উপরোক্ত বর্ধিত ভাড়াবৃদ্ধির তালিকা যাত্রীস্বার্থ বিরোধী। শুধু তাই নয়,সাধারণ যাত্রীরা ওই পরিপেক্ষিতে চরম আর্থিক সমস্যার সম্মুখীন হবে। সেজন্য আমরা'পরিবহন যাত্রী কমিটি'র পূর্ব মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে অবিলম্বে অন্যায়,অযৌক্তিক ওই বর্ধিত ভাড়ার তালিকা প্রত্যাহারের দাবী জানাচ্ছি। পাশাপাশি ফেরিঘাটে যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত সহ লঞ্চ নয়,ভেসেল চালুর দাবী জানাচ্ছি। 

            নারায়নবাবু জানান,আগামীকাল থেকে  মহকুমা ফেরী যাত্রী কমিটির পক্ষ থেকে কুকড়াহাটী ফেরীঘাটে গনস্বাক্ষর সংগ্রহ অভিযানের মাধ্যমে যাত্রীদের স্বাক্ষর সংগ্রহ করা হবে। যা পরিবহন মন্ত্রীকে  ডেপুটেশনের মাধ্যমে ওই গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেওয়া হবে। 

         ওই একই দাবিতে গতকাল ডায়মন্ডহারবার ও হলদিয়ার মহকুমা শাসক কে এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে। প্রতিনিধিদলে ছিলেন মধুসূদন বেরা,মনিরুল ইসলাম,ভবানীপ্রসাদ দাস,নারায়ন প্রামানিক,শুভেন্দু শেখর দাস প্রমূখ।

No comments