হলদিয়া পেট্রোকেমিক্যালস এর সিএসআর প্রজেক্টে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান
হলদিয়া পেট্রো কেমিক্যালস এর অ্যাডভান্সড পারফরমেন্স ম্যাটেরিয়ালস প্রাইভেট লিমিটেড CSR প্রকল্প টিসিজি ফাউন্ডেশন উদ্যোগে ব্যাটারি চালিত কাস্টমাইজড …
হলদিয়া পেট্রোকেমিক্যালস এর সিএসআর প্রজেক্টে সক্ষম ব্যক্তিদের ট্রাই সাইকেল প্রদান
হলদিয়া পেট্রো কেমিক্যালস এর অ্যাডভান্সড পারফরমেন্স ম্যাটেরিয়ালস প্রাইভেট লিমিটেড CSR প্রকল্প টিসিজি ফাউন্ডেশন উদ্যোগে ব্যাটারি চালিত কাস্টমাইজড ট্রাইসাইকেল এবং থ্রি-হুইলার (টোটো) হলদিয়া অক্ষরেখার বিভিন্নভাবে সক্ষম প্রশিক্ষণার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/8Ys1-9lLngk
আজ অক্ষরেখা সামনে ছয় জন ড্রাইভার সাইকেল এবং একটি অটো তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন হলদিয়া পেট্রো কেমিক্যাল সিএসআর প্রজেক্টের অন্যতম আধিকারিক প্রেয়সী মিত্র। ছিলেন হলদিয়া পেট্রোকেমিক্যালস এর অন্যতম আধিকারিক সমীরণ সরকার হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ভক্তি পদবলীদা, বিশিষ্ট সমাজসেবী সতীশ চন্দ্র সামন্ত চ্যারিটিবল ট্রাস্ট সম্পাদক মিলন মন্ডল। অক্ষরেখা সংস্থার চেয়ারম্যান শেখ জান্নাত হোসেন প্রমূখ। আজ প্রায় সাত লক্ষ টাকার এই প্রজেক্টে টোটো এবং ব্যাটারি চালিত ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।
No comments