জেলা পুলিশের বড় সাফল্য এগরা থানা পুলিশ উদ্ধার করল প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি
খাদিকুল বিস্ফোরণের স্মৃতি উস্কে দীপাবলির আগে বড়সড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার করা হলো প্রায় লাখ তিনেক টাকার শব্দবাজি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার…
জেলা পুলিশের বড় সাফল্য এগরা থানা পুলিশ উদ্ধার করল প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি
খাদিকুল বিস্ফোরণের স্মৃতি উস্কে দীপাবলির আগে বড়সড় সাফল্য পেল পুলিশ। উদ্ধার করা হলো প্রায় লাখ তিনেক টাকার শব্দবাজি। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী। ফিল্মী কায়দায় শব্দবাজি-সহ অভিযুক্তকে তাজপুর - হেঙ্গুনবাড়ি সংলগ্ন গৌরপাহাড়ি বাসস্ট্যান্ড থেকে হাতেনাতে পাকড়াও করে এগরা থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম অরবিন্দ ভূঞা ( ৪৮)। তাঁর বাড়ি এগরা থানার নিমকবাড় গ্রামে। এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ জানিয়েছেন, প্রায় তিন লক্ষ টাকার শব্দবাজি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে লাগাতার অভিযান জারি থাকবে। কিন্তু পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন এগরাবাসী।
No comments