Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৪ তম বর্ষে আমরা সবাই পুজোর থিম ফুলের ঘর

৩৪ তম বর্ষে আমরা সবাই পুজোর থিম ফুলের ঘর
পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গতকিসমত শিবরাম নগর। কোজাগরী  লক্ষ্মী পুজা এবারে ৩৪ তম বর্ষে আমরা সবাই পুজোর থিম ফুলের ঘর। বর্তমানে বন্যায় বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে ফু…

 




৩৪ তম বর্ষে আমরা সবাই পুজোর থিম ফুলের ঘর


পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত

কিসমত শিবরাম নগর। কোজাগরী  লক্ষ্মী পুজা এবারে ৩৪ তম বর্ষে আমরা সবাই পুজোর থিম ফুলের ঘর। বর্তমানে বন্যায় বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছে ফুল তাই ফুল লাগানোর বার্তা দিতেই এই পুজোর থিম বলে জানালেন।পুজোকে কেন্দ্র করে বসেছে মেলা, তিন দিন ধরে চলবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকছি ছোট ছোট শিশুদের জন্য স্কুলের পঠন-পাঠনের সামগ্রী প্রদান। আইসিডিএস ছাত্র-ছাত্রীদের ব্যাগ বিতরণ এবং এলাকা দুস্থ মানুষদের জন্য পোশাক বিতরণ গাছ লাগানোর বার্তা নিয়ে তার চেয়ে গাছ লাগানোর কর্মসূচি। রাত কাটলেই লক্ষ্মীপূজো সেই জন্যই দিন রাত এক করেই এখন মন্ডপ শয্যার কাজ চলছে জোর কদমে। তাদের এবারের পূজো বাজেট প্রায় তিন লক্ষ টাকা বলে জানালেন। আনুষ্ঠানিকভাবে পুজো মণ্ডপ উদ্বোধন হবে  । উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা সামগ্রী দান করা হবে বলে জানিয়েছেন পুজো কমিটির সম্পাদক তপন কুমার বেরা, এবং উদ্যোক্তা মহাপ্রভু বেরা প্রমূখ।

No comments