দূষণ ঠেকাতে তাই দুর্গা প্রতিমা বিসর্জনের কাঠামো ফুল কাগজ যাবতীয় আবর্জনা সরিয়ে ফেলতে তৎপর হলো হলদিয়া পুরসভা
কোনভাবেই দূষণ ছড়ানো যাবে না । দূষণ ঠেকাতে তাই দুর্গা প্রতিমা বিসর্জনের কাঠামো ফুল কাগজ যাবতীয় আবর্জনা সরিয়ে ফেলতে তৎ…
দূষণ ঠেকাতে তাই দুর্গা প্রতিমা বিসর্জনের কাঠামো ফুল কাগজ যাবতীয় আবর্জনা সরিয়ে ফেলতে তৎপর হলো হলদিয়া পুরসভা
কোনভাবেই দূষণ ছড়ানো যাবে না । দূষণ ঠেকাতে তাই দুর্গা প্রতিমা বিসর্জনের কাঠামো ফুল কাগজ যাবতীয় আবর্জনা সরিয়ে ফেলতে তৎপর হলো হলদিয়া পুরসভা । এবার হলদিয়া পুরসভার ২৯ টি ওয়ার্ড জুড়ে সরকার অনুমোদিত পূজোর পাশাপাশি বিভিন্ন আবাসনের পুজো মিলে মোট ১১৬ টি দুর্গা পুজো হয়েছে । তার মধ্যে সরকার অনুমোদিত পুজো ছিল ৯০ টি । বাকি ২৬ টি ছিল বিভিন্ন আবাসনের পুজো । পুজো পর্বে ১০০ জন স্বাস্থ্যকর্মী বিভিন্ন মণ্ডপে ব্যানার ফেস্টুন ফ্লেক্স এমনকি ১২ টি কিয়স্কের মাধ্যমে মন্ডপে পরিবেশ সুরক্ষা এবং স্বাস্থ্য সচেতনতার বার্তা দিয়েছেন । সেই সঙ্গে পুজোর শেষে বিসর্জনের কথা ভেবে সাফাইয়ের কাজে তৎপর হয়েছে হলদিয়া পুরসভা কর্তৃপক্ষ । পুরো এলাকার বিভিন্ন ওয়ার্ডে প্রস্তুত ছিলেন ১১০০ সাফাই কর্মী । শনিবার সকাল থেকে প্রতিমা বিসর্জনের কাজ শুরু হয়েছে পুরো এলাকায় । রবিবার রাত বারোটা পর্যন্ত চলেছে এই বিসর্জন পর্ব । তার মধ্যে হলদিয়া টাউনশিপ হলদি নদীর সপ্তপর্ণী ঘাটে প্রতিভা বিসর্জন ছিল আকর্ষণীয় । ভিড়ে ঠাসা এই বিসর্জন পর্ব শেষ হলেও পরিবেশ সুরক্ষার বিষয়টি তারা এড়িয়ে যাননি । বিসর্জন পরবর্তী আবর্জনা সরিয়ে ফেলা জরুরি কাজ মনে করেই ৪০ জন সাফাই কর্মীর দল নামিয়ে নদীঘাটের সমস্ত আবর্জনা বর্জ্য নিষ্ক্রিয়করণ কারখানায় পাঠিয়েছে । সপ্তপর্ণীঘাটের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার অলোক চন্দ জানিয়েছেন,"পরিবেশ সুরক্ষার জন্য আবর্জনা তুলে ফেলার কাজ আমরা গুরু দায়িত্ব মনে করেছি । কোনভাবেই আমরা দূষণ ছড়াতে চাই না ।" সেই সঙ্গে ক্ষুদিরাম নগর, মিলন, দুর্গাচক, হাতিবেড়িয়া, সিটি সেন্টার বিভিন্ন জায়গায় আবাসন পূজো কমিটি স্থানীয় পুকুরে, কোথাও ঝিলে প্রতিমা বিসর্জন করেছে । সেই সমস্ত জায়গা থেকেও আবর্জনা তুলে বর্জ্য নিষ্ক্রিয়করণ কারখানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুরসভার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক চন্দন বেরা । এ বিষয়ে হলদিয়া পুরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় জানিয়েছেন,"আমরা সব সময় হলদিয়ার পরিবেশ সুন্দর রাখার চেষ্টা করি । পুজো পরবর্তী সময়ে তাই সম্ভাব্য দূষণ ঠেকাতে আমরা যাবতীয় আবর্জনা দ্রুত নির্দিষ্ট ডাম্পিং ইয়ার্ডে সরিয়ে ফেলেছি । পরিবেশ সচেতনতার এই বার্তা হলদিয়ার নাগরিক সমাজে জেগে থাক এটাই আমরা চাই । পরিবেশ সুরক্ষার এই কাজে নাগরিকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সেটাই আমাদের আশা ।"
No comments