রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমৎ শিবরামনগর,চাউলখোলা এবং হাদিয়া গ্রাম
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমৎ শিবরামনগর,চাউলখোলা এবং হাদিয়া গ্রাম । মণ্ডপ সজ্জা, প্রতিমা…
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমৎ শিবরামনগর,চাউলখোলা এবং হাদিয়া গ্রাম
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমৎ শিবরামনগর,চাউলখোলা এবং হাদিয়া গ্রাম । মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস, বাহারি আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে থাকছে চার দিনের মেলা । সমস্ত কিছু মিলে হলদিয়ার এই তিন লক্ষ্মী গ্রামে লক্ষ লক্ষ টাকার বাজেটে এবার জমজমাট লক্ষ্মী পুজো আয়োজন।
রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকেই লক্ষ্মী পুজোর তোড়জোড় বেড়েছে । কিন্তু তার আগে এক মাস ধরে চাঁদা তোলার কাজ করেছেন পুজো উদ্যোক্তারা । সেই সঙ্গে থিম মেকার ডেকে ভাবনা রূপায়ণের প্রক্রিয়া । এবার চাউলখোলা গ্রামের ঋষি অরবিন্দ স্মৃতি সংঘ তাদের ৯১ তম বর্ষের লক্ষ্মী পুজোয় "ব্রাজিলিয়ান জীবন" থিম তুলে ধরেছে মণ্ডপ সজ্জায় । শিল্পী দেবাশিস দোলই দশ জন সহ শিল্পী নিয়ে বাঁশ,কাঠ,ময়ূর এবং বিভিন্ন পাখির পালক, ফাইবার মূর্তি দিয়ে এই মণ্ডপ সাজিয়ে তুলেছেন । ৩ লাখ টাকার বাজেটের এই পুজোর থিমটাই বড় আকর্ষণ । পাশেই রয়েছে চাউলখোলা অগ্রনী সংঘের লক্ষ্মী পুজো । তাদের এবার ৬৮ তম বর্ষের পুজোয় মণ্ডপ সজ্জায় থিম রয়েছে "বৌদ্ধ ভাবনার শান্তি" । লাল শালু, বাঁশ,প্রচুর ঘন্টা এবং বুদ্ধ মূর্তিতে মণ্ডপ সেজে উঠেছে । ৭ লাখি বাজেটের এই পুজোয় হোগলা এবং বিভিন্ন শুকনো বীজ দিয়ে তৈরি শিল্পী সুভাষ জানার লক্ষ্মী প্রতিমা বড় চমক । বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে আয়োজকরা সামাজিক সেবা কাজে আর্থিকভাবে দুর্বল মানুষের জন্য বস্ত্র উপহার, চারাগাছ বিতরণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনার আয়োজন রেখেছেন । এমন শারদ লক্ষ্মী উৎসব করছে চাউলখোলার সমন্বয় ক্লাব । তাদের এবার ৬৮ তম বর্ষের লক্ষ্মী পুজোয় থিম " বাংলার কারুশিল্প" । শিল্পী সুশান্ত মাইতির এবং সহ শিল্পীদের তৈরি বাঁশ এবং বেতের বিভিন্ন কারুকাজ দেখা যাবে এই মণ্ডপে ।
অজন্তা প্যাটার্নের লক্ষ্মী প্রতিমা দর্শনার্থীদের মন কাড়বে বৈকি । ৫ লাখ টাকা বাজেটের এই পুজোয় এলাকার শিল্পী সমন্বয়ে নাচ গান আবৃত্তি ছবি আঁকার পাশাপাশি বস্ত্র উপহার বিতরণ, চোখ পরীক্ষা শিবির সহ বিভিন্ন সেবা কাজ থাকছে । স্থানীয় বিনয়ী সংঘের এবার ৬৮ তম লক্ষ্মী পুজোয় থিম "কাটোয়ার কাঠ পুতুল" । শিল্পী রঘুনাথ জানা কয়েক জন শিল্পীকে নিয়ে বিভিন্ন কাঠের পুতুলে সাজিয়ে তুলেছেন এই পুজো মন্ডপ । ৪ লাখ টাকা বাজেটের এই পুজোয় শিল্পী অশোক সামন্তের তৈরি ১৮ টি হাত যুক্ত মহালক্ষ্মী দেখা যাবে এই মন্ডপে ।
এখানে কিসমৎ শিবরামনগর গ্রামের ঋষি বঙ্কিমচন্দ্র স্মৃতি সংঘের ৪৮ তম বর্ষের লক্ষ্মী পুজোর থিম "আমরা করবো জয়" । তিনটি পেঁচার ওপর মা লক্ষ্মীকে দেখা যাবে এই মন্ডপে । ৪ লাখ টাকার বাজেটের এই পুজোয় দিব্যাঙ্গদের পোশাক, শিক্ষা সামগ্রী বিতরণের পাশাপাশি রক্তদান, ডেঙ্গু প্রতিরোধে মশারি বিতরণ ইত্যাদি সেবা কাজ রয়েছে । কিসমত শিবরামনগর গ্রামে আমরা সবাই তাদের এ বছরের পূজো ভাবনা ৩৪ তম বর্ষে ফুলের ঘর তাদের এবারের থিম সাবেকিয়ানা প্রতিমা জানালেন উৎসব কমিটির সম্পাদক তপন কুমার বেরা, এবং উদ্যোক্তা মহাপ্রভু বেরা প্রমূখ।
২৫ তম বর্ষে ৩ লাখি বাজেটের লক্ষ্মী পুজো ঘিরে এমনি রক্তদান, বস্ত্র বিতরণ, চারাগাছ বিতরণ ইত্যাদি সেবা কাজ করছে হাদিয়া উজ্জ্বল সংঘ । হাদিয়া বিবেকানন্দ স্মৃতি সংঘের ১৯ তম বর্ষের সাবেকি লক্ষ্মী পুজোয় ভোগ বিতরণ, সেই সঙ্গে পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ করা হচ্ছে । স্থানীয় সাথী সংঘ এবং মিলন সংঘ তাদের লক্ষ্মী পুজোয় এমন নানা আয়োজন করেছেন । আর এই সমস্ত পুজো ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনা দেখা গিয়েছে । পুজো উদ্যোক্তাদের স্বচ্ছ ভারত মিশনে এলাকার পুজো মণ্ডপ পরিষ্কার রাখার জন্য প্রত্যেক পুজো মন্ডপের কমিটির হাতে তুলে দেওয়া হচ্ছে ডাস্টবিন জানালেন হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত দেউলপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ রানা।
No comments