হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মিৎসুবিশি কারখানায় বেতন চুক্তি স্বাক্ষরিত হল
শিল্পাঞ্চল এলাকায় প্রায় ৬৩ টি ছোট বড় কারখানা রয়েছে। তার মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত ৩৭টি কারখানার সিওডি সমাপ্ত হয়েছে।
আজ হলদিয়ার…
হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের উপস্থিতিতে মিৎসুবিশি কারখানায় বেতন চুক্তি স্বাক্ষরিত হল
শিল্পাঞ্চল এলাকায় প্রায় ৬৩ টি ছোট বড় কারখানা রয়েছে। তার মধ্যে চলতি বছরে এখন পর্যন্ত ৩৭টি কারখানার সিওডি সমাপ্ত হয়েছে।
আজ হলদিয়ার ডেভেলপমেন্ট অথরিটি মিটিং হলে ইউনিয়ন শ্রমিক নেতৃত্ব এবং প্রশাসনে কর্তা ব্যক্তিদের উপস্থিতিতে সিওডি স্বাক্ষরিত হল।
চুক্তি স্বাক্ষরিত হলে প্রায় ৫৬৮ জন শ্রমিক উপকৃত হবেন তাদের বিভিন্ন দাবিদার উপরে দীর্ঘ সময় আলোচনার পরিপ্রেক্ষিতে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এবং জানা যায় প্রায় তারা যে বেতন পেত তার প্রায় ডবল বেতন পাবেন।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/3tpyEBNsdF4
সিওডি স্বাক্ষরিত উপস্থিত ছিলেন এদিন শ্রমিক ইউনিয়ন ও কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধি এবং শ্রমদপ্তরের ত্রিপাক্ষিক চুক্তি হয়।
জরুরী ফোন নম্বর
সিটিসেন্টারে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষের(এইচডিএ) অফিস সতীশ সামন্ত ভবনে ওই চুক্তি হয়।
বিজ্ঞাপন ,
এইচডিএর চেয়ারম্যান জ্যোতির্ময় কর, হলদিয়ার ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত, শহর তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মন্ডল, আইএনটিটিইউসির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি চন্দন দে ( মানা)চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
No comments