কাঁথি নন্দনীক ক্লাবের পুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বিগ বাজেট পুজোর কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব। শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো প্যাণ্ডেলে উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। …
কাঁথি নন্দনীক ক্লাবের পুজোর উদ্বোধনে রাজ্যপাল সিভি আনন্দ বোস
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে বিগ বাজেট পুজোর কমিটির মধ্যে অন্যতম নান্দনিক ক্লাব। শুক্রবার বিকেলে ফিতে কেটে পুজো প্যাণ্ডেলে উদ্বোধন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কাঁথির নান্দনিক ক্লাব এবার ৪৫ তম বর্ষে পা দিল। ওই ক্লাবের অন্যতম কর্ণধার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই তথা কাঁথি লোকসভা সাংসদ সৌমেন্দু অধিকারী। এদিন রাজ্যপাল'কে স্বাগত জানাতে মঞ্চে উপস্থিত ছিল প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গ্রাম উন্নয়ন দপ্তরের তথা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও তমলুক লোকসভায় প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী। এবার নান্দনিক ক্লাবের থিম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসস্থান গুজরাটে নাগেশ্বরী মন্দিরের আদলে নাগেশ্বর পূজা প্যাণ্ডল।
বাংলা ভাষায় মঞ্চে বক্তব্য রাখেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন " আমি বাংলা ভালোভাসি। বাংলা ভাষাও ভালোভাসি। মা ও বোনের দূগাপূজা শুভেচ্ছা জানাই। দুনীতি বিরুদ্ধে লড়াই চলবে। হিংসা শেষ করবো "।
কাঁথি লোকসভা প্রাক্তন সাংসদ শিশির অধিকারী বলেন " পবিএ মাটিতে বহু মানুষ হয়েছেন। বিট্রিশ অত্যচার সহ্য করেছি। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হাসপাতালে ঘটে যাওয়া অভয়ার বিচার চাই কথা তুলে ধরেন "। আরও বলেন " অভয়া বিচার চাই। আরজিকর হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের মৃত্যুর ঘটনায় সাজা বাংলা নয় সারাদেশকে প্রভাব পড়েছে। অভয়ার উপর যারা নারকীয় অত্যচারে ঘটনা ঘটিয়েছে কঠোরতম শাস্তি চাই "।
No comments