শিল্পাঞ্চলে বায়ুমণ্ডলের ধূলিকণা দূষণ কমাতে অভিনব গাড়ি-পৌর প্রশাসক
কয়েকদিন পরেই পুজোর মেতে উঠবে বাংলার বাঙালি সহ হলদিয়ার মানুষ যদিও মহালয়ার আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুজো মণ্ডপ ভার্চুয়াল উদ্বোধন করছেন রাজ্যের মু…
শিল্পাঞ্চলে বায়ুমণ্ডলের ধূলিকণা দূষণ কমাতে অভিনব গাড়ি-পৌর প্রশাসক
কয়েকদিন পরেই পুজোর মেতে উঠবে বাংলার বাঙালি সহ হলদিয়ার মানুষ যদিও মহালয়ার আগে থেকেই পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন পুজো মণ্ডপ ভার্চুয়াল উদ্বোধন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় দূষণ বাড়ছে বলে প্রায় প্রত্যেক মানুষের মুখে মুখে শোনা যেত । দূষণের পরিমাপের করার জন্য বিভিন্ন জায়গায় ইলেকট্রনিক্স ডিজিটাল বোর্ড লাগানো হয়েছে।
পুজোতে যাতে ধুলোবালি কর্না থেকে এলাকার মানুষ সুস্থভাবে পুজো দেখতে যেতে পারে আর তার জন্যই হলদিয়া পৌরসভার পক্ষ থেকে একটি মিস্ট ক্যানন গাড়ি নিয়ে আসা হয়েছে শিল্প শহরে। মূলত শহরে ধূলিকণা দূষণ কমাতেই এই মিস্ট ক্যানন কেনা হয়েছে বলে জানিয়েছেন পৌরসভার পৌর প্রশাসক তথা এসডিও সুপ্রভাত চ্যাটার্জি।
তিনি জানিয়েছেন দুদিন আগেই এই মেশিনটি এসেছে পৌরসভায়। ন্যাশনাল ক্লিয়ার এয়ার প্রোগ্রাম সংক্ষেপে এনক্যাপ তহবি লার্থে ৫৯ লক্ষ টাকা ব্যয় এই কৃত্রিম কুয়াশা তৈরীর কামান কেনা হয়েছে পৌরসভায়। এর এর ফলে শহরের রাস্তা দূষিত ধূলিকণার দাপট কমবে কামানের মতো মেশিনের সাহায্যে ৩০ ফুট উচ্চতা পর্যন্ত জলের কুয়াশা তৈরি করবে।কৃত্রিম কুয়াশা তৈরি করা হবে। ধূলিকণা কুয়াশা সঙ্গে মিছে ভারী হয়ে মাটিতে নেমে এলে খানিকটা দূষণমুক্ত হবে বাতাস।
No comments