ঘূর্ণিঝড় ডানা প্রতিহত করতে পৌর এলাকায় পরিদর্শন করছেন পৌর প্রশাসক ও এসডিপিও বঙ্গোপসাগরের ঘনীভূত ডানা দানব আকৃতি নিয়ে যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া সতর্কতা মূলক ভাবেই নদী এলাকা থেকে মানুষ…
ঘূর্ণিঝড় ডানা প্রতিহত করতে পৌর এলাকায় পরিদর্শন করছেন পৌর প্রশাসক ও এসডিপিও
বঙ্গোপসাগরের ঘনীভূত ডানা দানব আকৃতি নিয়ে যে কোন মুহূর্তে আছড়ে পড়তে পারে পূর্ব মেদিনীপুর জেলা শিল্পশহর হলদিয়া সতর্কতা মূলক ভাবেই নদী এলাকা থেকে মানুষদের সরিয়ে আনা হয়েছে নির্দিষ্ট জায়গায়।
রাত পর্যন্ত পরিদর্শন করেন হলদিয়া পৌরসভার পৌর প্রশাসক তথা সুপ্রভাত চট্টোপাধ্যায় এবং হলদিয়া এসজিপিও অরিন্দম অধিকারী সহ পৌর আধিকারিক বৃন্দ। নদীর পাড়ের বসবাসকারীদের ত্রাণ শিবিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন এবং সারা রাত্রি হলদিয়া পৌরসভার সাথে ২৯ টি ওয়ার্ড অফিসও খোলা ছিল রাত্রি সাড়ে এগারোটা নাগাদ বৃষ্টি এবং ঝড়ো হওয়া শুরু হয় হলদিয়া ২৪ নম্বর ওয়ার্ড প্রাক্তন কাউন্সিলর শ্রাবন্তী শাসমল এছাড়া দুজন সিটি গার্ড ওয়ার্ড সহায়ক কবিতা মন্ডল প্রামানিক উপস্থিত ছিলেন। সূত্রে জানা যায় প্রত্যেকটি ওয়ার্ডে সারারাত্রি ওয়ার্ড অফিস খোলা ছিল এবং প্রত্যেকটি ওয়ার্ড অফিসেই ওয়ার্ড সহায়ক ও সহায়িকা উপস্থিত ছিলেন বলে সূত্রে জানা যায়।
No comments