ডানার তাণ্ডব থেকে এলাকার মানুষদের সরিয়ে আনার জন্য পাশে থাকলেন - আজগর
বঙ্গোপসাগরে উৎপত্তি ঘূর্ণিঝড় দানা দানব আকারে যেকোনো মুহূর্তে আছড়ে পড়বে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সেজন্যই জেলা প্রশাসন তরফ থেকে নামানো হয়েছে ডিজ…
ডানার তাণ্ডব থেকে এলাকার মানুষদের সরিয়ে আনার জন্য পাশে থাকলেন - আজগর
বঙ্গোপসাগরে উৎপত্তি ঘূর্ণিঝড় দানা দানব আকারে যেকোনো মুহূর্তে আছড়ে পড়বে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় সেজন্যই জেলা প্রশাসন তরফ থেকে নামানো হয়েছে ডিজাস্টার টিম এবং খোলা হয়েছে ২৪ ঘন্টা কন্ট্রোল রুম। হলদিয়া পৌর এলাকায় ২৯ টি ওয়ার্ড খুলে রাখা হয়েছে। পৌরসভার অফিস থেকেই তদারকি করা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের অর অফিস গুলিতে। নদী তীর এলাকার মানুষদের সরিয়ে আন হয়েছে নির্দিষ্ট জায়গায়।
মাইক প্রচার চলছে তারই সাথেই তৃণমূল কংগ্রেস মা মাটি মানুষের সরকারের যুব নেতৃত্ব গন বিভিন্ন এলাকায় তদারকি করছেন এবং নদী তীরবর্তী এলাকার মানুষদের সরিয়ে আনার জন্য সহযোগিতা করছেন।
হলদিয়ায় নদী তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড় "দানা" প্রভাব থেকে মৎস্যজীবি সহ মানুষজন দের সতর্কবার্তা ও বিভিন্ন ক্যাম্পে মানুষদের রেসকিউ করে আনা ও পাশে থাকার আশ্বাস দিলেন তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি সেক আজগর আলী (পল্টু) সহ হলদিয়া শহর যুব তৃণমূল কংগ্রেসের ডিজাস্টার টিম।
No comments