পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত হলেন সঞ্জীব খান্না আগামী নভেম্বর মাসেই প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের অবসরের পরেই দায়িত্ব গ্রহণ করবেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের পরবর্তী তথা ৫১তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না, প…
পরবর্তী প্রধান বিচারপতি নিযুক্ত হলেন সঞ্জীব খান্না আগামী নভেম্বর মাসেই প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের অবসরের পরেই দায়িত্ব গ্রহণ করবেন সঞ্জীব খান্না। সুপ্রিম কোর্টের পরবর্তী তথা ৫১তম প্রধান বিচারপতি হচ্ছেন বিচারপতি সঞ্জীব খান্না, প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রথা অনুযায়ী বিচারপতি সঞ্জীব খানদাকে নিজের উত্তরসূরী হিসেবে প্রস্তাব করেছেন কেন্দ্র আইন মন্ত্রকে চিঠি দিয়ে তিনি দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করেছেন কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লিখে প্রধান বিচারপতি জানিয়েছেন তার উত্তরসূরী। কেন্দ্রীয় সরকার অনুমোদনের পর বিচারপতি সঞ্জীব খান্না হতে চলেছেন সুপ্রিম কোর্টের ৫১ তম প্রধান বিচারপতি বিচারপতি সঞ্জীব খাননার অবসর নেওয়ার কথা ২০২৫ সালে এ ১৩ই মে অর্থাৎ নিজের অবসর গ্রহণের আগেই ৬ মাস মেয়াদে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন সঞ্জীব খান্না। আগামী ১০ ই নভেম্বর অবসর গ্রহণ করছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড় তারপরেই দেশের ৫১ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেওয়ার কথা বিচারপতি খাননাথ তাকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তবে প্রধান বিচারপতি হিসেবে খানার কার্যকালের মেয়াদ খুব একটা দীর্ঘ হবেনা। ২০২৫ সালের ১৩ই মে অবসর গ্রহণ করবেন তিনি। দিল্লির জেলা আদালত আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন খান্না ।পরে তিনি দিল্লি হাইকোর্টের আইনজীবী হন ২০০৪ সাল পর্যন্ত তিনি আয়কর বিভাগের সিনিয়র আইনজীবী ছিলেন। ২০০৫ সালে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০০৬ সালে স্থায়ী বিচারপতি হন। ২০১৯ সালে বিচারপতি খান্না সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়। মুষ্টিমে কয়েকজনের মধ্যে অন্যতম যারা দেশের কোন হাইকোর্টের প্রধান বিচারপতির না হয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছেন।
No comments