Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সকালেও দিঘার সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। পর্যটকদের সমুদ্রস্নানে বহাল নিষেধাজ্ঞা!

উত্তাল দিঘা-মন্দারমণির সমুদ্র, 'দানা'-র প্রভাব কাটিয়ে হোটেল বুকিং মিলবে শীঘ্রই?সকালেও দিঘার সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। পর্যটকদের সমুদ্রস্নানে বহাল নিষেধাজ্ঞা।
উত্তাল দিঘা, মন্দারমণির সমুদ্র সৈকতে নজরদারিতে রয়েছেন নুলি…

 




উত্তাল দিঘা-মন্দারমণির সমুদ্র, 'দানা'-র প্রভাব কাটিয়ে হোটেল বুকিং মিলবে শীঘ্রই?

সকালেও দিঘার সমুদ্র সৈকতে চলছে কড়া নজরদারি। পর্যটকদের সমুদ্রস্নানে বহাল নিষেধাজ্ঞা।


উত্তাল দিঘা, মন্দারমণির সমুদ্র সৈকতে নজরদারিতে রয়েছেন নুলিয়ারা। 

পর্যটকদের সচেতন করার জন্য রয়েছে  মাইকিংয়ের ব্যবস্থাও। 

পড়শি রাজ্য ওডিশায় ল্যান্ডফল  সাইক্লোন 'দানা'-র। এর প্রভাব পড়েছে বাংলাতেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, বাংলায় অন্যান্য জেলার থেকে পূর্ব মেদিনীপুরের দিঘা,মন্দারমণি, শঙ্করপুর, তাজপুরে এই সাইক্লোনের প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়তে পারে। সে ভাবেই প্রশাসনের তরফে নেওয়া হয়েছিল প্রস্তুতিও। হলোও তাই। বৃহস্পতিবার রাত থেকেই ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলাগুলিতে। সঙ্গে ঝোড়ো হাওয়া। সমুদ্রের গর্জন শোনা গেল দূর থেকেই।

শুক্রবার সকালেও উত্তাল দিঘা, মন্দারমণির সমুদ্র। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। হাওয়ার গতি কমেছে। তবে অবিরাম বৃষ্টি হয়ে চলেছে। সমুদ্রের ধারে কাছেও যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। সৈকতে নজরদারিতে রয়েছে পুলিশ, সিভিল ডিফেন্স এবং নুলিয়ারা।

এ দিন জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানিয়েছেন, ‘দানা’-র জন্য জেলায় কোনও গুরুতর সমস্যা হয়নি। তবে জেলাজুড়ে কম-বেশি ঘর-বাড়ি, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে প্রায় ২৫০ থেকে ৩০০ কাঁচা বাড়ি ভেঙে পড়েছে। একাধিক ইলেকট্রিক পোস্ট ভেঙেছে। কোথাও কোথাও কিছু গাছও ভেঙে পড়েছে।

রামনগর-১ ব্লকের বিডিও পূজা দেবনাথ বলেন, ‘গোটা পরিস্থিতির উপর আমাদের নজর রয়েছে। ঝড়-বৃষ্টির আগেই বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছিল। সমুদ্রে যাতে কেউ কোনওভাবেই নামতে না পারে তার জন্য বাঁশ দিয়ে সৈকতে ঢোকার পয়েন্টগুলো এখনও আটকে রাখা হয়েছে। রাস্তায় গাছ ভেঙে পড়লে যাতে দ্রুত তা সরানো যায়, সেজন্যও যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।’

No comments