২৯ তম বর্ষের চৈতন্যপুর নবতারা পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন" হলদিয়া এবং পাশাপাশি এলাকার বড় দুর্গা পুজোগুলোর মধ্যে চৈতন্যপুর নবতারা পরিচালিত দুর্গোৎসব সুনাম অর্জন করেছে । থিম ভাবনা, পরিপাটি আয়োজন, সাংস্কৃতিক …
২৯ তম বর্ষের চৈতন্যপুর নবতারা পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন"
হলদিয়া এবং পাশাপাশি এলাকার বড় দুর্গা পুজোগুলোর মধ্যে চৈতন্যপুর নবতারা পরিচালিত দুর্গোৎসব সুনাম অর্জন করেছে । থিম ভাবনা, পরিপাটি আয়োজন, সাংস্কৃতিক উপস্থাপনা সবকিছুর মধ্যে অভিনবত্ব বজায় রাখার চেষ্টা করেন উদ্যোক্তারা । এবার তাদের ২৯ তম বর্ষের পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন" । বাজেট ২৫ লাখ টাকা । চাঁদা তোলা হয় না । কিছু শুভানুধ্যায়ীর সহযোগিতার পাশাপাশি,পুজো কমিটির ১৬০ জন সদস্য নিজেরাই এই খরচ বহন করছেন । তবে সংগৃহীত অর্থের বেশিরভাগটাই খরচ করা হয় মন্ডপ সজ্জার ক্ষেত্রে । মন্ডপশিল্পী চন্দন মাইতি টানা দেড় মাস ধরে সহ শিল্পীদের নিয়ে এই মণ্ডপে শিল্প কাজ ফুটিয়ে তোলায় ব্যস্ত ।
বিজ্ঞাপন -
তৈরি করা হচ্ছে একটি কাল্পনিক স্বর্গ । তার মধ্যে অসংখ্য পরি, মেঘেদের আনাগোনা দেখা যাবে । মন্ডপের সামনে বেশ কিছু হাতি দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত থাকছে । শিল্পী চন্দন মাইতি জানান,"একটি ব্যতিক্রমী ভাবনা রূপ পাবে এখানে । তৈরি করা হচ্ছে কাল্পনিক স্বর্গ । যা দর্শনার্থীদের মন ভালো করবে ।" শিল্পী মধুসূদন রায়ের তৈরি সাবেকি মূর্তি এই মন্ডপে দেখা যাবে । নবতারার সম্পাদক সোমনাথ মাইতি জানিয়েছেন,"কাল্পনিক স্বর্গ বানিয়ে আমরা মন্ডপে আগত মানুষজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি । আশা করি সকলের ভাল লাগবে ।" সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের মধ্যে নবমিতে থাকছে আকর্ষণীয় কুমারী পুজো । থাকছে দু:স্থলের বস্ত্র বিতরণ ইত্যাদি ।
No comments