Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

২৯ তম বর্ষের চৈতন্যপুর নবতারা পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন"

২৯ তম বর্ষের চৈতন্যপুর নবতারা পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন" হলদিয়া এবং পাশাপাশি এলাকার বড় দুর্গা পুজোগুলোর মধ্যে চৈতন্যপুর নবতারা পরিচালিত দুর্গোৎসব সুনাম অর্জন করেছে । থিম ভাবনা, পরিপাটি আয়োজন, সাংস্কৃতিক …

 



২৯ তম বর্ষের চৈতন্যপুর নবতারা পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন" 

হলদিয়া এবং পাশাপাশি এলাকার বড় দুর্গা পুজোগুলোর মধ্যে চৈতন্যপুর নবতারা পরিচালিত দুর্গোৎসব সুনাম অর্জন করেছে । থিম ভাবনা, পরিপাটি আয়োজন, সাংস্কৃতিক উপস্থাপনা সবকিছুর মধ্যে অভিনবত্ব বজায় রাখার চেষ্টা করেন উদ্যোক্তারা । এবার তাদের ২৯ তম বর্ষের পুজোয় থিম ভাবনা ,"দেব লোকে দেবীর বোধন" । বাজেট ২৫ লাখ টাকা । চাঁদা তোলা হয় না । কিছু শুভানুধ্যায়ীর সহযোগিতার পাশাপাশি,পুজো কমিটির ১৬০ জন সদস্য নিজেরাই এই খরচ বহন করছেন । তবে সংগৃহীত অর্থের বেশিরভাগটাই খরচ করা হয় মন্ডপ সজ্জার ক্ষেত্রে । মন্ডপশিল্পী চন্দন মাইতি টানা দেড় মাস ধরে সহ শিল্পীদের নিয়ে এই মণ্ডপে শিল্প কাজ ফুটিয়ে তোলায় ব্যস্ত । 

বিজ্ঞাপন -



তৈরি করা হচ্ছে একটি কাল্পনিক স্বর্গ । তার মধ্যে অসংখ্য পরি, মেঘেদের আনাগোনা দেখা যাবে । মন্ডপের সামনে বেশ কিছু হাতি দর্শনার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত থাকছে । শিল্পী চন্দন মাইতি জানান,"একটি ব্যতিক্রমী ভাবনা রূপ পাবে এখানে । তৈরি করা হচ্ছে কাল্পনিক স্বর্গ । যা দর্শনার্থীদের মন ভালো করবে ।" শিল্পী মধুসূদন রায়ের তৈরি সাবেকি মূর্তি এই মন্ডপে দেখা যাবে । নবতারার সম্পাদক সোমনাথ মাইতি জানিয়েছেন,"কাল্পনিক স্বর্গ বানিয়ে আমরা মন্ডপে আগত মানুষজনকে আনন্দ দেওয়ার চেষ্টা করছি । আশা করি সকলের ভাল লাগবে ।" সাংস্কৃতিক নানা কর্মকাণ্ডের মধ্যে নবমিতে থাকছে আকর্ষণীয় কুমারী পুজো । থাকছে দু:স্থলের বস্ত্র বিতরণ ইত্যাদি ।





             

No comments