৪৩ তম বর্ষে অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান
অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান
অগ্নিবীণার সংগীত মহাবিদ্যালয় বাৎসরিক বৈঠকি আড্ডা শ্রী শ্রী সরস্বতী বন্দনা করে শুরু হয়। সংগীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনু…
৪৩ তম বর্ষে অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান
অগ্নিবীণা সঙ্গীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠান
অগ্নিবীণার সংগীত মহাবিদ্যালয় বাৎসরিক বৈঠকি আড্ডা শ্রী শ্রী সরস্বতী বন্দনা করে শুরু হয়।
সংগীত মহাবিদ্যালয়ের বাৎসরিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ। ৪২ বছর অতিক্রান্ত করে অগ্নিবীণা সংগীত মহাবিদ্যালয় ৪৩ তম বর্ষে পদার্পণ করল। এই মহাবিদ্যালয় থেকে বহু ছাত্র-ছাত্রী সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। আজ নবাগত ছাত্র-ছাত্রীদের নিয়ে মা সরস্বতী সামনে স্কুলের ছাত্র-ছাত্রী অভিভাবকদের নিয়ে বাৎসরিক অনুষ্ঠানে আয়োজন করেন বিশিষ্ট তবলা বাদক শিল্পী প্রদীপ কুমার বাগ। তারই ছেলে প্রত্যুষ বাগ। সংস্থার প্রিন্সিপাল শ্যামল শোভন চক্রবর্তী।
সুরের মূর্ছনায় ভরে ওঠে অগ্নিবীনা সংগীত মহাবিদ্যালয়। সংগীত পরিবেশন করেন অভিজিৎ পাল, এবং অভিষেক ভুঁইয়া তবলায় সঙ্গত করেন প্রত্যুষ বাগ এবং সুবর্ণ চক্রবর্তী হারমোনিয়ামে সংগত করেন রাজিব সামন্ত শুভাশিস সামন্ত প্রমূখ। অগ্নিবীণা সংগীত মহাবিদ্যালয় এর নবাগত উত্তরাধিকার বলেন আমার পরিবারের সকলেই মিউজিক সঙ্গেই যুক্ত তাই কখন নিজের অজান্তেই ভালবেসে ফেলেছি সেটা নিজেও জানিনা।
তবলা একজন ভালো শিল্পী হতে চাই। উপস্থিত ছিলেন হলদিয়ার বিভিন্ন শুভানুধায়ী বৃন্দ । উপস্থিত ছিলেন শিক্ষক মধুর রায়, হাজরা মোড় নটরাজ ডান্স এন্ড কালচার একাডেমীর প্রিন্সিপাল ছন্দা জানা প্রমুখ।
No comments