Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ভাঙ্গা পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল দিচ্ছে নিউ দাদীমা মোবাইল সেন্টার!

ভাঙ্গা পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল দিচ্ছে নিউ দাদীমা মোবাইল সেন্টার!ঢাক কুড় কুড় ঢাকে কাঠি  সবাই এবার পুজোতে  মাতবে জানি! পিতৃপক্ষের অবসান  ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে মহালয়া থেকে। আর পুজো মানেই কেনাকাটা আর কেনাকাটা…

 

ভাঙ্গা পুরোনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল দিচ্ছে নিউ দাদীমা মোবাইল সেন্টার!

ঢাক কুড় কুড় ঢাকে কাঠি  সবাই এবার পুজোতে  মাতবে জানি! পিতৃপক্ষের অবসান  ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা হয়েছে মহালয়া থেকে। আর পুজো মানেই কেনাকাটা আর কেনাকাটা মানেই কোথায় কোথায় দিচ্ছে কে অফার তার খোঁজ নেওয়া। এবার পুজোয় চলছে ধামাকা অফার ও পুরস্কারের ডালি নিয়ে এসেছে শিল্প শহর হলদিয়ায়। এবার পুরাতন ভাঙ্গা মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল দিচ্ছে শিল্প শহর হলদিয়ার প্রবেশ ব্রজলাল চক হাই রোড নিউ দাদিমা মোবাইল সেন্টার। শুধু ভাঙ্গা পুরোনো মোবাইল নয় নতুন মোবাইল কিনলেই থাকছে আকর্ষণীয় পুরস্কার । এ ছাড়া মোবাইল কিনলে পেয়ে যাচ্ছেন লাকি ড্র এর কুপন? থাকছে প্রথম পুরস্কার মোটর বাইক, সাইকেল, টলি ব্যাগ, এছাড়াও বিভিন্ন ধরনের পুরস্কার। আগামী ১ লা ডিসেম্বর পর্যন্ত চলবে লাকি ড্র ধামাকা, এবার পুজোয় উপহার দিন নিজে পুজো মণ্ডপে সঙ্গে ছবি তুলে রাখুন আর তার জন্যই যেতে হবে হলদিয়া ব্রজলালচক মেচাদা গামী বাসস্ট্যান্ডের সন্নিকটে নিউ দাদীমা মোবাইল সেন্টারে। দাদিমা মোবাইল সেন্টারের কর্ণধার শাহাদাত মল্লিক বলেন মোবাইল কিনলেই পাচ্ছে নতুন নতুন গিফট এছাড়া বাড়িতে পড়ে থাকা ভাঙ্গা পুরোনো মোবাইলের পরিবর্তে নিয়ে যান নতুন মোবাইল। আগামী ১লা ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে এই ধামাকা অফার। এছাড়া যেকোন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন  পুরস্কার । আর দেরি না করেই চটপট বেরিয়ে পড়ুন নতুন মোবাইল কিনতে ব্রজলালচক হাই রোড মোড়ে নিউ দাদীমা মোবাইল সেন্টারে।

No comments