১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করলো মহিষাদল থানার পুলিশ
একসঙ্গে ১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত হলো মহিষাদলে । রবিবার সন্ধ্যায় মহিষাদল থানার এলাকার বাবুরহাট বাজারে অভিযান চালায় পুলিশ । সেখানে শশীভূষণ বেরা নামে…
১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত করলো মহিষাদল থানার পুলিশ
একসঙ্গে ১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি বাজেয়াপ্ত হলো মহিষাদলে । রবিবার সন্ধ্যায় মহিষাদল থানার এলাকার বাবুরহাট বাজারে অভিযান চালায় পুলিশ । সেখানে শশীভূষণ বেরা নামে এক বাজি বিক্রেতার কাছে একসঙ্গে ১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি পুলিশ বাজেয়াপ্ত করেছে । তার মধ্যে চকলেট বোমা,গাছ বোমা, হাওয়াই, তুবড়ি,দোদোমা ইত্যাদি রয়েছে । পুলিশ গ্রেফতার করেছে ওই বাজি বিক্রেতাকে । সোমবার হলদিয়া মহকুমা আদালতে ধৃত ব্যবসায়ীকে তোলা হয় । আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে । মহিষাদল থানার ওসি নাড়ু গোপাল বিশ্বাস জানিয়েছেন,"সরকারি নিয়মে বেআইনি শব্দবাজি কোনভাবে বিক্রি করা কিংবা মজুত করা যাবে না । আমরা খবর পেয়ে বাবুরহাট বাজারে অভিযান চালিয়েছিলাম । তাতে ১১৭ কিলোগ্রাম বেআইনি শব্দবাজি এক ব্যবসায়ীর কাছ থেকে পাওয়া গিয়েছে । ওই ব্যবসায়ীকে গ্রেফতার করার পাশাপাশি আমরা বেআইনি শব্দবাজিগুলি বাজেয়াপ্ত করেছি । আগামী দিনেও মহিষাদল থানা এলাকা জুড়ে এরকম শব্দ বাজির বিরুদ্ধে পুলিশি অভিযান চলবে ।" এই নিয়ে সারা পূর্ব মেদিনীপুর জেলায় গত ১০ দিনে প্রায় ১৪ কুইন্টাল বেআইনি শব্দবাজি উদ্ধার করলো মেদিনীপুর জেলা পুলিশ। অবাঞ্ছিত বোমা বিস্ফোরণ,দুর্ঘটনা এড়াতে পুলিশের এই তৎপরতা জেলা জুড়ে সাড়া ফেলেছে ।
No comments