Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর

বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তরবঙ্গোপসাগরে আদৌ কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কি না বা হলেও সেটি কোন দিকে ধাবিত হবে, তা এখনও অনিশ্চিত। তবে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছেই…

 


বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর

বঙ্গোপসাগরে আদৌ কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কি না বা হলেও সেটি কোন দিকে ধাবিত হবে, তা এখনও অনিশ্চিত। তবে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছেই। এর প্রভাবে রাজ্যের অনেক জায়গায় আগামী বুধবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির মাত্রা বাড়বে বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময় সাধারণভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার জেলার কোনও কোনও জায়গায় বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তার আগে রাজ্যের কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। বুধবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত রাজ্যের মৎস্যজীবীদের উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ, এই সময় সমুদ্র উত্তাল হবে ও ঝোড়ো হাওয়া বইতে পারে।

মধ্য আন্দামান সাগরে ইতিমধ্যে যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে, সেটি আগামী দিনে শক্তি বৃদ্ধি করে বঙ্গোপসাগরের উপর চলে আসবে। কাল, সোমবার নাগাদ এটি পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর আন্দামান সাগর এলাকায় নিম্নচাপে পরিণত হবে। তারপর নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করতে করতে উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হবে। মঙ্গলবার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটির গতিপ্রকৃতি কী হবে, তা নিয়ে শনিবার দুপুরে আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিনে কিছু বলা  হয়নি।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের পরবর্তী সময়ে অক্টোবর ও নভেম্বর মাস বঙ্গোপসাগর এবং আরব সাগরে ‘ঘূর্ণিঝড়প্রবণ’ হিসেবে চিহ্নিত। প্রতি বছরই এই সময় এক বা একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়। এবার বর্ষা পরবর্তী সময়ে বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত কোনও ঘূর্ণিঝড় তৈরি হয়নি। আবহাওয়া পূর্বাভাস দেওয়ার সঙ্গে যুক্ত বিদেশি মডেলগুলি জানিয়েছে, বঙ্গোপসাগরের পরিস্থিতি এখন ঘূর্ণিঝড় তৈরির অনুকূল। এই সময় বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড় তৈরি হলে তা অন্ধ্র, ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এমনকী মায়ানমার উপকূলের দিকে যেতে পারে। একটি বেসরকারি আবহাওয়া সংস্থা জানিয়েছে, ঘূর্ণিঝড়  ‘ডানা’ তৈরি হলে সেটির ওড়িশা বা অন্ধ্র উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শনিবার দুপুর পর্যন্ত এর সম্ভাব‌্য গ঩তিপথ বা শেষ পর্যন্ত কোনও ঘূর্ণিঝড় তৈরি হবে কি না জানায়নি। কাল, সোমবারের মধ্যে গতিপ্রকৃতি বোঝা যেতে পারে।

No comments