জলবায়ু বদল- দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী) কেমন করে বাঁচব মোরা না হলে গাছপালা ঘুম কেড়েছে বিজ্ঞানীদের কারণ দূষণ জ্বালা। পর্বত চূড়ায় হিমবাহটা তাপে আজ গলছে দ্বীপ উপকূলে জল বৃ…
জলবায়ু বদল-
দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
কেমন করে বাঁচব মোরা
না হলে গাছপালা
ঘুম কেড়েছে বিজ্ঞানীদের
কারণ দূষণ জ্বালা।
পর্বত চূড়ায় হিমবাহটা
তাপে আজ গলছে
দ্বীপ উপকূলে জল বৃদ্ধি
উষ্ণায়নে টলছে ।
জলবায়ুটার হচ্ছে বদল
বিজ্ঞানীরা বলছে
ঝড় সুনামির ঘটনাও
অহরহ চলছে ।
বোম বিস্ফোরণ বন ধ্বংস
বাড়ছে শিল্প ধোঁয়া
যানের ধোঁয়ার দাপটে আজ
উষ্ণায়নের ছোঁয়া।
ওজোন স্তরের হচ্ছে ক্ষয়
গ্ৰীষ্ম দীর্ঘস্থায়ী
বৃক্ষচ্ছেদন মরু প্রসার
মানুষ গুলোই দায়ী।
বাড়ছে বন্যা বাড়ছে খরা
বাড়ছে বিপর্যয়
কাঁপছে বিশ্ব কাঁপছে মানুষ
পাচ্ছে বেশ ভয়।
বাড়ছে তাপ বাড়ছে ক্ষয়
ঘটছে শস্যহানি
মরছ পশু মরছে পাখি
কমছে বন্যপ্রাণী!
সম্মেলন হোক প্যারিস বার্লিন
আর বসুন্ধরায়
মন্ট্রিল কিয়োটোর মধ্য দিয়ে
বাড়ুক সবুজ ধারায়।
No comments