Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বিধিভঙ্গে ধৃত প্রায় দেড় হাজার বাজি ও মশলা উদ্ধার, ১১ কুইন্টাল

বিধিভঙ্গে ধৃত প্রায় দেড় হাজার বাজি ও মশলা উদ্ধার, ১১ কুইন্টাল

 সামনে কালীপুজো। তার আগে বেআইনি বাজি উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোম থেকে মশলা বৃহস্পতিবার টানা ৪ দিন পূর্ব এগরায় মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চাল…

 



বিধিভঙ্গে ধৃত প্রায় দেড় হাজার বাজি ও মশলা উদ্ধার, ১১ কুইন্টাল



 সামনে কালীপুজো। তার আগে বেআইনি বাজি উদ্ধার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। সোম থেকে মশলা বৃহস্পতিবার টানা ৪ দিন পূর্ব এগরায় মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে পুলিশ ১১ কুইন্টাল বাজি উদ্ধার করেছে। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। সেইসঙ্গে দুর্গাপুজোয় সরকারি বিধিভঙ্গের দায়ে ১৪৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুজো এলে বাজি তৈরি এবং কেনাবেচার হিড়িক পড়ে জেলায় জেলায়। আর এই বাজি কারবার ঘিরেই পূর্ব মেদিনীপুর জেলায় বেশ কিছু বড়সড় দুর্ঘটনাও ঘটেছে। প্রাণহানি ঘটেছে বহু। ২০২২ সালের ২ ডিসেম্বর ভূপতিনগরে বোমা বিস্ফোরণ, ২০২৩ সালের ১৬ মে এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণ, ২০২৪ এর ১ জুন কোলাঘাটের প্রয়াগে ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। এই তিনটি বড় বিস্ফোরণের ঘটনায় মৃত্যুও হয়েছে। যা ঘিরে রাজ্য প্রশাসন থেকে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়। পূর্বের সেই সমস্ত ঘটনার থেকে শিক্ষা নিয়ে জেলাজুড়ে কড়া নজরদারি রেখেছে পুলিশ প্রশাসন। পুজো উৎসব অনুষ্ঠান ঘিরে যেমন শব্দ দূষণ রুখতে ডিজে বন্ধের নির্দেশ জারি হয়েছে, তেমন বাজি তৈরি কিংবা ফাটানোর ক্ষেত্রে সতর্কতা জারি রয়েছে জেলায়। আর এই কর্মসূচিতে বেআইনি বাজি উদ্ধারের অভিযান শুরু করেই সাফল্য পেয়েছে পুলিশ প্রশাসন। প্রচুর পরিমাণ চকোলেটবোম, গাছ বোম, দোদোমা, তুবড়ি,হাওয়াই-সহ বিভিন্ন বাজি তৈরির উদ্ধার হয়েছে। তার মধ্যে ৬০০ কিলোগ্রাম, নন্দকুমারো ২০০ কিলোগ্রাম, কোলাঘাটে ৩০০০ কিলোগ্রাম বাজি এবং মশলা উদ্ধার করা হয়েছে। বেআইনি এমন সমস্তা কার্যকলাপ নজরদারি করার পাশাপাশি সরকারি বিধিভঙ্গের বিষয়টিতেও কড়া দৃষ্টি ছিল পুলিশের। কেউ মদ খেয়ে। গাড়ি চালিয়েছেন, কেউ সিগন্যাল অমান্য করেছেন, বেপরোয়াভাবে বাইক চালিয়েছেন, কারও বা কাগজপত্র ঠিক নেই। এই সমস্ত কিছুতে জেলার বিভিন্ন থানার পুলিশের পাশাপাশি উইনার্স টিম এবং মহিলা পরিচালিত পিঙ্ক মোবাইল ভ্যান পদক্ষেপ করতে তৎপর হয়। জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, "কোনওভাবেই সরকারি বিধিভঙ্গ আমরা বরদাস্ত করছি না পুজো উৎসবের কয়েকদিন অভিযান চালিয়ে আমরা ১৪৫০ জনকে। প্রিভেন্টিভ অ্যারেস্ট করেছি। ৬ জন। ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এগরা থেকে। বেআইনি বাজি-সহ কারবারি। আমাদের জালে ধরা পড়েছে। জেলার বিভিন্ন প্রান্তে অভিযান চালিয়ে সবমিলিয়ে ১১ কুইন্টাল বেআইনি বাজি উদ্ধার করা হয়েছে কালীপুজো ঘিরে বিভিন্ন জায়গায় বেআইনি বাজি ব্যবসা রমরমিয়ে চলে। পাশাপাশি দুর্ঘটনা এড়াতে পুলিশ পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে জোরদার অভিযান চালাবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

No comments