শতবর্ষ উদযাপনের পথে হলদিয়া হাই স্কুলের পালিত হলো ফুড ফেস্টিভেল
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দুর্গাচক অবস্থিত হলদিয়া হাই স্কুল শতবর্ষ উদযাপন শুরু হয়েছে আগামী বছর তার সমাপ্তি ঘটবে। বিজ্ঞাপন -
নিউট্রিশন সাবজেক…
শতবর্ষ উদযাপনের পথে হলদিয়া হাই স্কুলের পালিত হলো ফুড ফেস্টিভেল
পূর্ব মেদিনীপুর জেলার শিল্প সংস্কৃতির শহর হলদিয়া দুর্গাচক অবস্থিত হলদিয়া হাই স্কুল শতবর্ষ উদযাপন শুরু হয়েছে আগামী বছর তার সমাপ্তি ঘটবে।
বিজ্ঞাপন -
নিউট্রিশন সাবজেক্ট সুষম পুষ্টিকর খাদ্য নিউট্রেশন মাসিক উদযাপিত হচ্ছে। যে সকল ছাত্র-ছাত্রীরা নিউটিশন সাবজেক্ট নিয়ে পড়ছেন বিশেষ করে একাদশ এবং দ্বাদশ শ্রেণী সেই সকল ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্কুলে পালিত হল ফুট ফেস্টিভেল অর্থাৎ সুষম খাদ্য বাজারে ফাস্টফুড খেয়ে অল্প বয়সে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বর্তমান ছাত্র-ছাত্রীরা তাই সুষম খাদ্য কিভাবে তৈরি করে খেতে হয় তার জন্যই মূলত আজকের এই ফুড ফেস্টিভাল বা খাদ্য রসিকদের জন্য খাদ্যের মেলা।
ভিডিও দেখতে ক্লিক করুন
https://youtu.be/1CfNwaRSHyw
হলদিয়া হাইস্কুল শিক্ষক শিক্ষিকা সহ ছাত্রছাত্রী এবং পার্শ্ববর্তী স্কুলের শিক্ষকরা এসে সকলেই উৎসাহিত হলেন জানালেন স্কুলের শিক্ষিকা মৌহা বারিক।
No comments