বন্যাপ্রবণ এলাকায় নিকাশি ব্যবস্থা সংস্কারে হলদিয়ার শিল্প সংস্থাগুলির আর্থিক সহযোগিতা চাইলেনপূর্ব মেদিনীপুরের বন্যাপ্রবণ এলাকায় নিকাশি ব্যবস্থা সংস্কারে হলদিয়ার শিল্প সংস্থাগুলির আর্থিক সহযোগিতা চাইলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। হল…
বন্যাপ্রবণ এলাকায় নিকাশি ব্যবস্থা সংস্কারে হলদিয়ার শিল্প সংস্থাগুলির আর্থিক সহযোগিতা চাইলেন
পূর্ব মেদিনীপুরের বন্যাপ্রবণ এলাকায় নিকাশি ব্যবস্থা সংস্কারে হলদিয়ার শিল্প সংস্থাগুলির আর্থিক সহযোগিতা চাইলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। হলদিয়ায় এক অনুষ্ঠানে বন্যা প্রসঙ্গে বলতে গিয়ে নিকাশি সংস্কারে শিল্প সংস্থাকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। জেলাশাসক বলেন, বন্যাত্রাণে হলদিয়ার বিভিন্ন শিল্প সংস্থা সাহায্য করছেন। বন্যাপীড়িতদের পাশে দাঁড়াচ্ছেন খাদ্যসামগ্রী, পানীয় জল ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে। কিন্তু কতদিন, কত টাকা এভাবে বন্যাত্রাণ দিতে পারবেন, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের বন্যার কারণ খুঁজে তা সমাধানের চেষ্টা করতে হবে। জেলাজুড়ে বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় বড় বড় নিকাশি খাল, নালা পলি পড়ে মজে গিয়েছে। সেগুলি সংস্কার করা জরুরি। শিল্প সংস্থাগুলিকে পরামর্শ দিয়ে বলেন, যদি কাজ করতে চান তাহলে নিকাশি সংস্কারে আপনারা পরিকল্পনা করে অর্থ দিন। জেলাশাসক শিল্প সংস্থাগুলিকে মূলত সামাজিক দায়বদ্ধতা কর্মসূচিতে (সিএসআর) স্কিমের মাধ্যমে খরচের পরামর্শ দিয়েছেন। হলদিয়ার শিল্প সংস্থাগুলি সিএসআর স্কিমে হলদিয়া সহ জেলার উন্নয়নে কয়েক কোটি টাকা খরচ করে প্রতি বছর। এজন্য তারা জেলাপ্রশাসন ও হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষকে সহায়তা করে। এদের বিভিন্ন প্রকল্পে শিল্প সংস্থাগুলি অর্থ সাহায্য করে। আইওসি, বন্দর, পেট্রকেম, হলদিয়া এনার্জি সহ ২৫-৩০টি বড় ও মাঝারি রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি শিল্প সংস্থা বছরে সিএসআর স্কিমে ৩৫ কোটি টাকার বেশি অর্থ খরচ করে। আইওসির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার সিএসআর প্রকল্পে যে কোনও উন্নয়ন স্কিমের জন্য জেলাপ্রশাসনের অনুমোদন লাগে। এক্ষেত্রে জেলাশাসক শিল্প সংস্থাগুলিকে জেলার শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নিরাপত্তা খাতে পরিকাঠামো উন্নয়নের জন্য পরামর্শ দেন। জেলাশাসক বলেন, কিছুদিন আগেই জেলা পুলিসের উদ্যোগে জাতীয় সড়ক সহ বিভিন্ন মোড়, ফেরিঘাটে নজরদারি ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা নতুন করে বসানো হয়েছে। এজন্য শিল্প সংস্থাগুলির সাহায্য চাওয়া হয় হলদিয়ার জন্য। আইওসি সহ কয়েকটি সংস্থা ছাড়া বাকি অনেক সংস্থাই এগিয়ে আসেনি। এজন্য তিনি আক্ষেপ প্রকাশ করেন। তবে জেলায় শিক্ষা, স্বাস্থ্য শুধু নয়, যে কোনও উন্নয়নে আইওসি বরাবর এগিয়ে আসে বলে ভূয়সী প্রশংসা করেন জেলাশাসক। তিনি বলেন, সম্প্রতি আইওসি জেলা প্রশাসনকে উন্নয়নের কাজে আড়াই কোটি টাকা দিচ্ছে। হলদিয়ায় গ্রিন বেল্ট ক্যানেল নিকাশি সংস্কারে আইওসি সাহায্য করেছে। আইওসি হলদিয়ায় আধুনিকমানের বাস টার্মিনাস, হাসপাতালে বার্ন ওয়ার্ড তৈরি করে দিচ্ছে। এবার বাকি সংস্থাগুলিও এগিয়ে আসুন জেলায় বন্যাপ্রবণ এলাকায় নিকাশি সংস্কারে।
No comments