Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলায় নারীসুরক্ষায় 'পিঙ্ক মোবাইল'

পূর্ব মেদিনীপুর জেলায় নারীসুরক্ষায় 'পিঙ্ক মোবাইল' 

মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি 'উইনার্স' বাহিনীর বাইকে টহলদারি তো ছিলই, তারই পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়  আজ থেকে চালু হল বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ অফিস…

 




পূর্ব মেদিনীপুর জেলায় নারীসুরক্ষায় 'পিঙ্ক মোবাইল' 



মহিলা পুলিশকর্মীদের নিয়ে তৈরি 'উইনার্স' বাহিনীর বাইকে টহলদারি তো ছিলই, তারই পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায়  আজ থেকে চালু হল বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিশ অফিসার এবং কর্মীদের দ্বারা পরিচালিত 'পিঙ্ক মোবাইল'। চারটি 'পিঙ্ক মোবাইল' গাড়িতে চলবে অষ্টপ্রহর টহলদারি, রাস্তাঘাটে নারীসুরক্ষা সুনিশ্চিত করাই যাদের প্রধান কাজ। মহিলাদের যে কোনও প্রয়োজনে জেলার যে কোনও প্রান্তে পৌঁছে যাবে 'পিঙ্ক মোবাইল'

মহালয়ার আগে নারী সুরক্ষায় জোড়া কর্মসূচি নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। মঙ্গলবার পুলিস সুপারের অফিস থেকে ওই জোড়া কর্মসূচির কথা ঘোষণা করেন এসপি সৌম্যদীপ ভট্টাচার্য। জেলায় এবার থেকে ২৪ঘণ্টাব্যাপী পিঙ্ক মোবাইল ভ্যান ঘুরবে। বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা পুলিস অফিসার ও কর্মীরা পিঙ্ক মোবা‌ইল ভ্যানে থাকবেন। যে কোনও ঘটনায় তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উপযুক্ত পদক্ষেপ নেবেন। তমলুক, হলদিয়া, দীঘা এবং কাঁথি-এগরা কেন্দ্রিক ওই চারটি পিঙ্ক মোবাইল ভ্যান টহল দেবে। আগে থেকেই জেলায় উইনার্স টিম বাইকে টহল দিচ্ছে। এবার ফোর হুইলারে বিশেষভাবে প্রশিক্ষিত মহিলা অফিসার ও কর্মীরা টহল দেবেন। ২৪ঘণ্টাব্যাপী পিঙ্ক ভ্যানে টহল চলবে বলে পুলিস সুপার জানান। এর পাশাপাশি এদিন স্কুল ছাত্রীদের জন্য সেল্ফ ডিফেন্স কর্মসূচি চালু হল। এদিন পুলিস সুপারের অফিসেও স্কুলের ছাত্রীদের এনে ক্যারাটে প্রশিক্ষকরা সেল্ফ ডিফেন্স নিয়ে তালিম দেন। মঙ্গলবার জেলার ২৫টি ব্লকে একটি করে স্কুলে সেল্ফ ডিফেন্স ক্লাস শুরু হয়। জেলা পুলিসের পক্ষ থেকে ক্যারাটে প্রশিক্ষক নিযুক্ত করা হয়েছে। পুজোর পর জেলার সব স্কুলে এই প্রশিক্ষণ দেওয়া হবে। অষ্টম থেকে দশম শ্রেণির ছাত্রীদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।


No comments