৫৫ তম বর্ষে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমির ভাবনা "কুরুক্ষেত্র যুগে যুগে" পুজো মণ্ডপের থিম
কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে আজকের বাস্তব জীবনের রণাঙ্গনে লড়াই চলছে । অধর্ম হটিয়ে ধর্মের প্রতিষ্ঠা যেমন ছিল পৌরাণিক অবতারদের সৌ…
৫৫ তম বর্ষে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমির ভাবনা "কুরুক্ষেত্র যুগে যুগে" পুজো মণ্ডপের থিম
কুরুক্ষেত্রের রণাঙ্গন থেকে আজকের বাস্তব জীবনের রণাঙ্গনে লড়াই চলছে । অধর্ম হটিয়ে ধর্মের প্রতিষ্ঠা যেমন ছিল পৌরাণিক অবতারদের সৌর্যের প্রকাশ । বাস্তবের মাটিতে রাজতন্ত্র সরিয়ে প্রজাতন্ত্র, পরবর্তীকালে যা গণতন্ত্রের পরিচিতি পেয়েছি, এখানেও ক্ষমতার লড়াই জারি আছে আজও । এমন ভাবনা থেকে "কুরুক্ষেত্র যুগে যুগে" পুজো মণ্ডপের থিম করেছে এবার ৫৫ তম বর্ষে হলদিয়ার হাজরা মোড় মৈত্রীভূমি । থিম মেকার বিশ্বরঞ্জন রাজ জানিয়েছেন,"এবার মৈত্রী ভূমির মণ্ডপে পা রাখলেই প্রথমে দেখা যাবে কিছু ভাঙাচোরা খন্ড চিত্র । তার মধ্যেই থাকছে ক্ষমতা দখলের চেয়ার । তার থেকে কিছুটা এগিয়ে গেলে দেখা যাবে গর্ভ গৃহে ধর্মের চেয়ার । যেখানে সুশাসন প্রতিষ্ঠার হাতছানি থাকছে ।"এমনি পরিবেশে মন্ডপের অন্যান্য অংশ জুড়ে থাকছে মহাভারতের কাহিনী এবং বিভিন্ন চিত্র । ৪২ লাখ টাকা বাজেটের এই পুজোয় মন্ডপে থাকছে শিল্পী নন্দলাল জানার তৈরি সাবেকি মূর্তি । আর এই নান্দনিক পরিবেশকে আরো আনন্দময় করে তুলতে শিল্পী সৈকত দেবের পরিচালনায় থাকছে থিম মিউজিক । হাজরা মোড় মৈত্রী ভূমিক সাধারণ সম্পাদক আশিস হাজরা জানিয়েছেন,"বরাবরই দর্শনার্থীদের আমরা নতুন কিছু স্বাদ দেওয়ার চেষ্টা করি । এবার তাই থিম কুরুক্ষেত্র যুগে যুগে । এমন সুদৃশ্য মণ্ডপ পরিকল্পনার পাশাপাশি সামাজিক কর্মকান্ডে দুস্থদের বস্ত্র বিতরণ থাকছে । সেই সঙ্গে জেলার বন্যাকবলিত এলাকায় মানুষের জন্য ত্রাণ সাহায্য করছি আমরা ।
No comments