পুরুশোত্তমপুর বার্নিংসান ক্লাবের অষ্টমী কালী পুজোয় নজর কাড়া মন্ডপ এর থিম দিচ্ছে জল বাঁচানোর বার্তা
কালী পুজোর শেষে অষ্টমী কালী পুজোর উদ্ধোধন হয়ে গেল পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েত এর পুরুশোত্তমপুরে । উদ্বোধনী অনুষ্…
পুরুশোত্তমপুর বার্নিংসান ক্লাবের অষ্টমী কালী পুজোয় নজর কাড়া মন্ডপ এর থিম দিচ্ছে জল বাঁচানোর বার্তা
কালী পুজোর শেষে অষ্টমী কালী পুজোর উদ্ধোধন হয়ে গেল পটাশপুর ২ নং ব্লকের পঁচেট গ্রাম পঞ্চায়েত এর পুরুশোত্তমপুরে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।
এ বছর পুরুষোত্তমপুর বার্নিং সান ক্লাবের পুজো মন্ডপ ও প্রতিমায় নজরকাড়া চমক এনেছে তারা মন্ডপের থিমে থাকছে জল বাঁচানোর বার্তা । এবছরের পুজো মন্ডপের থিম জল বাঁচাও জিবন বাঁচাও। মন্ডপ তৈরি হয়েছে বাঁস,বেতি, পাট,তুলো মাটির, খড় দিয়ে।
মন্ডপের ভেতরে প্রবেশ করলে দেখতে পাবেন বারোয়ারির মাধ্যমে তৈরি করা হয়েছে গ্রাম পরিবেশে জল বাঁচানোর বার্তা।
মন্ডপে চারিদিকে বাঁসকেটে ও মাটির মুর্তির মাধ্যমে শিল্প কলায় ফুটিয়ে তোলা হয়েছে জল বাঁচানোর বার্তা। মন্ডপে দেওয়া হয়েছে জল অপচয়ের সচেতনতা ব্যনার।
ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে অষ্টমী কালী পুজোর শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবি অপরেস সাঁতরা । এ ছাড়াও উপস্থিত ছিলেন পটাশপুর ২ পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মানস রায়, সাস্থ্য কর্মাধ্যক্ষ দূর্গাপদ পাহাড়ি, পঁচেট ৪ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিত মাইতি।
সংস্থার কর্মকর্তা প্রনব কর জানান, এবছরে তাদের বাজেট রয়েছে প্রায় ৮ লক্ষ টাকা । মঙ্গলবার থেকে শনিবার ৫ দিন ব্যাপী পুজোর আয়োজনে রয়েছে, বিনামূল্যে সাস্থ্য পরিক্ষা শিবির, বস্ত্র বিতরণ, শিক্ষা সামগ্রী বিতরণ,ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক সন্ধ্যা সহ একাধিক সামাজিক কর্মসূচি।
প্রতন্ত গ্রামঞ্চলের মধ্যে নজরকাড়া এমন পুজো প্যান্ডেল ও আলোর শো দেখতে পাশ্ববর্তী এলাকা থেকেও পুজোর প্রতিদিনই প্রায় দশ থেকে বারো হাজার মানুষের ঢল নামবে বলে মনে করছেন উদ্যোক্তারা।
No comments