Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২

হলদিয়া পৌরসভার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২


দীপাবলি উৎসবের সকলেই মেতে উঠেছে রাজ্য থেকে জেলা বাঁসী আলোর রোশনাই ভরে উঠেছে সারা শহর । শিল্পশহর হলদিয়ায় বহু পূজার চলছে আলোর রোশন শিল্প শহর হলদিয়া সেজে উঠেছে।  মণ্ডপ দেখার জন্য সন…

 



হলদিয়া পৌরসভার সামনে পথ দুর্ঘটনায় গুরুতর জখম ২




দীপাবলি উৎসবের সকলেই মেতে উঠেছে রাজ্য থেকে জেলা বাঁসী আলোর রোশনাই ভরে উঠেছে সারা শহর । শিল্পশহর হলদিয়ায় বহু পূজার চলছে আলোর রোশন শিল্প শহর হলদিয়া সেজে উঠেছে।  মণ্ডপ দেখার জন্য সন্ধ্যা থেকে প্রায় লাইন পড়ে গিয়েছিল বিভিন্ন পূজা মন্ডপে তারই সাথেই মন্ডপের উদ্বোধন এবং মায়ের পূজার জন্য সব রকমের প্রস্তুতি যখন চূড়ান্ত সিটি সেন্টারের কাছেই ঘটে গেল দুর্ঘটনা। 

রাজ্য সরকারের উদ্যোগে প্রচার হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি।  তারই মধ্যে দুর্ঘটনা সূত্রে জানা যায় হলদিয়া পৌরসভার সামনে সিটি সেন্টার থেকে- দুজনে স্কুটি করে যাচ্ছিলেন। সিটি সেন্টারকে গামী একটি প্রাইভেট কার স্কুটি মুখোমুখি ধাক্কা মারে স্কুটিতে থাকা মা মেয়ে দুজনেই পড়ে যায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গত রাত্রেই মা মেয়ের মধ্যে  মা স্কুটিতে বসে থাকা মেয়েটির মা প্রয়াত হয়েছেন মেয়েটি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চলছে। পুজোতে হলদিয়া বন্দর এবং হলদিয়া নিউজ চ্যানেলের তরফ থেকে পথ নিরাপত্তা সেফ ড্রাইভ সেভ লাইফ এই প্রচার করছেন প্রত্যেকটি পুজা মণ্ডপে মন্ডপে। তাদের এবারের পূজো পরিক্রমা ক্যুইজ মধ্য দিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ এর বিভিন্ন প্রশ্ন সাধারণ মানুষের সঙ্গে রাখা হচ্ছে। উত্তর দিচ্ছেন পুরস্কার জিতিয়ে নিচ্ছেন। 

কিন্তু এখনো সেফ ড্রাইভ সেভ লাইফ মুখে বললেও মানুষ সচেতন হয়নি আমরা জানতে পেরেছি পূজোর দিন অর্থাৎ ৩০ কার্তিক রাত্রি দশটার সময় সিটি সেন্টার থেকে স্কুটি করে আসছিলেন দুই মহিলা । জানা যায় হলদিয়া ভবানীপুর থানার অন্তর্গত দেভোগ পোস্ট অফিসের সামনেই দুর্ঘটনায় মা মেয়ে এক্সিডেন্ট করেছে। মেয়েটির  স্কুটি চালিয়েছিলেন এবং তার মা পিছনে বসে ছিলেন কিন্তু সিটি সেন্টার গামী একটি প্রাইভেট কার সজরে ধাক্কা মারে স্কুটিতে থাকা দুই মহিলা অর্থাৎ মা এবং মেয়ে দুজনেই পড়ে যায় এলাকার মানুষ দেখতে পেয়ে তৎক্ষণাৎ বিসি রায় হাসপাতালে নিয়ে যায়। আমরা জানতে পেরেছি স্থানীয় কোন ভাড়াটিয়া এই ঘটনা ঘটেছে। বিসি রায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা চিকিৎসা শুরু করেন তার কিছু সময় পরেই দুইজনের মধ্যে একজন মারা যান এবং একজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই খবর পাওয়ার সাথে সাথেই ওই এলাকায় এখন শোখের ছায়া নেমে এসেছে।

No comments