৬৮ তম বর্ষের লক্ষ্মী পুজোয় থিম " বাংলার কারুশিল্প" । শিল্পী রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমত শিবরাম নগর গ্রাম। মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস, রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজি…
৬৮ তম বর্ষের লক্ষ্মী পুজোয় থিম " বাংলার কারুশিল্প" । শিল্পী
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমত শিবরাম নগর গ্রাম। মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস, রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে থাকছে চার দিনের মেলা । সমস্ত কিছু মিলে হলদিয়ার লক্ষ্মী গ্রামে লক্ষ লক্ষ টাকার বাজেটে এবার জমজমাট লক্ষ্মী পুজো আয়োজন।
রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকেই লক্ষ্মী পুজোর তোড়জোড় হয়েছিল । কিন্তু তার আগে এক মাস ধরে চাঁদা তোলার কাজ করেছেন পুজো উদ্যোক্তারা । সেই সঙ্গে থিম মেকার ডেকে ভাবনা রূপায়ণের প্রক্রিয়া ।
স্থানীয় বিনয়ী সংঘের এবার ৬৮ তম লক্ষ্মী পুজোয় থিম "কাটোয়ার কাঠ পুতুল" । শিল্পী রঘুনাথ জানা কয়েক জন শিল্পীকে নিয়ে বিভিন্ন কাঠের পুতুলে সাজিয়ে তুলেছেন এই পুজো মন্ডপ । ৪ লাখ টাকা বাজেটের এই পুজোয় শিল্পী অশোক সামন্তের তৈরি ১৮ টি হাত যুক্ত মহালক্ষ্মী দেখা যাবে এই মন্ডপে ।
No comments