Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৬৮ তম বর্ষে সমন্বয়,

৬৮ তম বর্ষে  সমন্বয় তাদের থিম বাংলার কারু শিল্পরকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার  কিসমত শিবরাম নগর গ্রাম।  মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস,  রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এ…

 


৬৮ তম বর্ষে  সমন্বয় তাদের থিম বাংলার কারু শিল্প

রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার  কিসমত শিবরাম নগর গ্রাম।  মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস,  রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে থাকছে চার দিনের মেলা । সমস্ত কিছু মিলে হলদিয়ার লক্ষ্মী গ্রামে লক্ষ লক্ষ টাকার বাজেটে এবার জমজমাট লক্ষ্মী পুজো আয়োজন। 

 ‌    রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকেই লক্ষ্মী পুজোর তোড়জোড় হয়েছিল  । কিন্তু তার আগে এক মাস ধরে চাঁদা তোলার কাজ করেছেন পুজো উদ্যোক্তারা । সেই সঙ্গে থিম মেকার ডেকে ভাবনা রূপায়ণের প্রক্রিয়া । 

এমন শারদ লক্ষ্মী উৎসব করছে চাউলখোলার সমন্বয় ক্লাব । তাদের এবার ৬৮ তম বর্ষের লক্ষ্মী পুজোয় থিম " বাংলার কারুশিল্প" । শিল্পী সুশান্ত মাইতির এবং সহ শিল্পীদের তৈরি বাঁশ এবং বেতের বিভিন্ন কারুকাজ দেখা যায় এই মণ্ডপে । 

No comments