৩৪ তম বর্ষে আমরা সবাই
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমত শিবরাম নগর গ্রাম। মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস, রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে থাকছে চার দিনের মেলা ।…
৩৪ তম বর্ষে আমরা সবাই
রকমারি থিম ভাবনার মোড়কে লক্ষ্মী পুজোয় মেতে উঠেছে হলদিয়ার কিসমত শিবরাম নগর গ্রাম। মণ্ডপ সজ্জা, প্রতিমার জৌলুস, রং বাহারী আলো, নানান সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের পাশাপাশি এখানে থাকছে চার দিনের মেলা । সমস্ত কিছু মিলে হলদিয়ার লক্ষ্মী গ্রামে লক্ষ লক্ষ টাকার বাজেটে এবার জমজমাট লক্ষ্মী পুজো আয়োজন।
![]() |
গত রবিবার দুর্গা প্রতিমা বিসর্জনের পর থেকেই লক্ষ্মী পুজোর তোড়জোড় হয়েছিল । কিন্তু তার আগে এক মাস ধরে চাঁদা তোলার কাজ করেছেন পুজো উদ্যোক্তারা । সেই সঙ্গে থিম মেকার ডেকে ভাবনা রূপায়ণের প্রক্রিয়া ।
কিসমত শিবরাম নগর গ্রামে আমরা সবাই তাদের এ বছরের পূজো ভাবনা ৩৪ তম বর্ষে ফুলের ঘর তাদের এবারের থিম সাবেকিয়ানা প্রতিমা জানালেন উৎসব কমিটির সম্পাদক তপন কুমার বেরা, এবং উদ্যোক্তা মহাপ্রভু বেরা প্রমূখ। আনুষ্ঠানিকভাবে পুজো পিতা কেটে মঙ্গল প্রদীপ জেলে উদ্বোধন হয় । উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বাগত দাস ও পলাশ দাশ, শিক্ষিকা সুভদ্রা ভূঁইয়া ছিলেন প্রাক্তন খেলোয়াড় বনমালী বেরা, ছিলেন বিশিষ্ট সমাজসেবী মানস পট্টনায়ক, প্রায় আটশত সৎকার করেছেন সমাজ সেবী লক্ষণ মন্ডল সভায় সভাপতিত্ব করেন হলদিয়া বন্দর পত্রিকার সম্পাদক দুর্গাপদ মিশ্র সঞ্চালনা করেন ক্লাবের অন্যতম সদস্য মহাপ্রভু বেরা।
No comments