Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ার ডাকাতির ঘটনায় ফের দুই ডাকাত ধরা পড়লো পুলিশের জালে

হলদিয়ার ডাকাতির ঘটনায় ফের দুই ডাকাত ধরা পড়লো পুলিশের জালে । উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার ফতেয়াবাদ নারায়ণপুরের সাহেব আলি((২৮) এবং অশোকনগর থানা এলাকার বাগপুলের মহম্মদ আমজেদ আলি মন্ডল (৩৭) নামে দুই ডাকাতকে বুধবার রাতে …

 




হলদিয়ার ডাকাতির ঘটনায় ফের দুই ডাকাত ধরা পড়লো পুলিশের জালে । উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানা এলাকার ফতেয়াবাদ নারায়ণপুরের সাহেব আলি((২৮) এবং অশোকনগর থানা এলাকার বাগপুলের মহম্মদ আমজেদ আলি মন্ডল (৩৭) নামে দুই ডাকাতকে বুধবার রাতে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করেছে । ৩১ আগস্ট গভীর রাতে হলদিয়ার ৫ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কাউন্সিলের বাড়িতে ডাকাতির ঘটনায় মঙ্গলবার এবং বুধবার পুলিশের জালে এই নিয়ে মোট সাতজন ডাকাত ধরা পড়লো । বুধবার রাতে ধৃত ডাকাত সাহেব আলি এবং আমজেদ আলিকে বৃহস্পতিবার হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় । আদালতের নির্দেশে তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে । এই ডাকাতির ঘটনায় বাকিদের তল্লাসি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । পুলিশের এহেন সাফল্যের ঘটনায় খুশি স্থানীয় মানুষ এবং প্রশাসনিক মহল ।

No comments